Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে হুজির প্রধান সমন্বয়কসহ আটক ৫

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মো. রাশেদুল আলমসহ ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে বিপুলসংখ্যক জিহাদি বই ও প্রশিক্ষণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। অপরদিকে, একই থানা এলাকার একটি মেস বাসা থেকে শিবির সন্দেহে ১৪ জনকে আটক করেছে পুলিশ।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি টিম হাজারীবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় হুজি’র এসব সদস্যকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসবাদে আটককৃতরা আল আনসার নামে নতুন একটি সংগঠনের সদস্য বলে দাবি করে। এছাড়া হাজারীবাগ থানাধীন মধুবাজার এলাকার মেস বাসা থেকে শিবির সন্দেহে ১৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত হাজাারীবাগ থানা পুলিশ ব্লক রেইড দিয়ে কয়েকটি মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। হাজারীবাগ থানার পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান বলেন, হাজারীবাগ থানার সীমান্তে মধুবাগে অবস্থিত তিনতলা একটি বাসার নিচতলার মেসে অভিযান চালিয়ে শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করা হয়। তারা নাশকতার পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। শিবিরের আটক হওয়া নেতাকর্মীদের কাছ থেকে বিপুলসংখ্যক জিহাদি বই ও সরকারবিরোধী প্রচারপত্র জব্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানীতে হুজির প্রধান সমন্বয়কসহ আটক ৫
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ