পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : আইনের দুর্বলতার কারণে মানবাধিকার কমিশন সঠিকভাবে কাজ করতে পারছে না বলে মনে করছেন জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান রিয়াজুল হক। প্রয়োজনে আইন সংশোধন করে এক বছরের মধ্যে কমিশনকে আরো কার্যকর করা হবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল বুধবার জাতীয় মানবাধিকার কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিয়াজুল হক বলেন, আইনের পরিবর্তনের জন্য আমরা ইতোমধ্যে লিখেছি। আইনের ভেতরে যে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাগুলোকে পরিবর্তন করাই হলো আমাদের শপথ। এছাড়া দেশে বিচারবহির্ভূত হত্যাসহ যে কোনো মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার ঘোষণাও দিয়েছেন মানবাধিকার কমিশনের নতুন এ চেয়ারম্যান। এর ফলাফল এক বছরের মধ্যে কার্যকরী হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, জাতীয় মানবাধিকার সুরক্ষায় ২০০৮ সালে গঠিত হয় জাতীয় মানবাধিকার কমিশন। তবে কতটা লক্ষ্যে পৌঁছাতে পারছে এই সংস্থা তা নিয়ে আলোচনা-সমালোচনা রয়েছে নানা মহলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।