পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : ‘ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন’ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এমন মন্তব্যের পরপরই হোয়াইট হাউজের ওবামা যুগকে ‘বিপর্যয়’ হিসেবে বর্ণনা করলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিক্রিয়ায় ট্রাম্প আরো বলেন, ‘সে (ওবামা) ছিল দুর্বল এবং ব্যর্থ।’
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা সম্পর্কে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচাইতে বাজে প্রেসিডেন্ট সম্ভবত সে। রাশিয়াকে হিলারির অ্যাকাউন্ট হ্যাক করার আহ্বান জানানোর পর এদিন সেই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন ট্রাম্প। কিন্তু সেই সঙ্গে তিনি ইউক্রেন ইস্যুটি সামনে এনে বলেন, ‘আমি তার (ওবামা) থেকে অনেক ভাল পররাষ্ট্রনীতি বুঝি। ইউক্রেনকে দেখুন। সে ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে শুধু কথাই বলে গেছে। এদিকে রাশিয়া কথা বলার মধ্যেই ক্রিমিয়া দখল করে নিল।
এ সময় মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির জন্য ওবামাকে দায়ী করে তিনি বলেন, ওবামা এবং তার সময়ে থাকা পররাষ্ট্রমন্ত্রী হিলারির কারণে আজ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অস্থিতিশীল অবস্থা। ওবামার অকারণে মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ এবং হিলারির ব্যক্তিগত ইমেইল ব্যবহারের বিষয়ে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যেখানে বলিষ্ঠ ভূমিকা রাখা উচিত ছিল, সেখানে দুর্বল ছিলেন প্রেসিডেন্ট ওবামা। সূত্র : ফক্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।