Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার সাথে সম্পর্ক আরও জোরদার হয়েছে

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : রূপপুর আণবিক শক্তি প্লান্টে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের জন্য রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশে রুশ ফেডারেশনের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাটভ গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ ধন্যবাদ জানান।
নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে স্বাধীনতা যুদ্ধে অতুলনীয় ভূমিকার জন্য রুশ সরকার ও জনগণের প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ ও রুশ সরকার এবং নেতৃবৃন্দের সদিচ্ছার ফলস্বরূপ সম্প্রতি দু’দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হয়েছে মর্মে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রুশ রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন। উভয়েই দু’দেশের মধ্যে বিরাজমান অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের পক্ষে মত প্রকাশ করেন এবং দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিকল্পে ব্যাংকিং সেবাসমূহ সহজতর করার বিষয়ে আলোচনা করেন।
শাহরিয়ার আলম রাশান রাষ্ট্রদূতকে ঢাকায় তার অবস্থানকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়ার সাথে সম্পর্ক আরও জোরদার হয়েছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ