Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সুস্থ আরো ৭৫ জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ১২:০১ এএম

চট্টগ্রামে আরো ১১২ জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। মারা গেছেন এক জন। সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন আরো ৭৫ জন। গতকাল সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। গত চব্বিশ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজসহ চট্টগ্রামের সাতটি ল্যাবে ৭৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়।
তাদের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে ১১২ জনের। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ২১৩ জন। গত চব্বিশ ঘণ্টায় এক জনসহ এ পর্যন্ত মারা গেছেন ২৩০ জন। গতকাল ৭৫ জনসহ হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ১৮৭ জন। বাসায় থেকে সুস্থ হয়েছেন সাত হাজার ১১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ নয় হাজার ৩০৬ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুস্থ-৭৫-জন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ