Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের ছুটিতে নিরাপত্তা নিশ্চিতের দাবি চিটাগাং চেম্বারের

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২০, ১২:০২ এএম

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সর্বস্তরের ব্যবসায়ীসহ নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, কোরবানির পশু হাটে এবং পরবর্তীতে চামড়া ব্যবসায় প্রচুর টাকা লেনদেন হবে। এ প্রেক্ষাপটে জনগণের জানমালের নিরাপত্তার জন্য কঠোর নিরাপত্তাবলয় তৈরি করা জরুরি।
ঈদের আগে-পরে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন মার্কেট ও অফিস আদালত বন্ধ থাকবে এই সময়ে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা বহাল রাখা এবং ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘব ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক, রেল ও নৌ-পথে পর্যাপ্ত হাইওয়ে, রেলওয়ে পুলিশ এবং কোস্টগার্ড নিয়োজিত রাখার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ