Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিলেতে আল্লামা দুবাগীর ইন্তেকাল

১৯২৯-২০২০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২০, ১২:০২ এএম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.) বার্ধক্যজনিত রোগে গত ১০ জুলাই লন্ডনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১২ জুলাই লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে তাঁর বড় ছেলে আল্লামা জিল্লুর রহমান চৌধুরীর ইমামতিতে জানাযা শেষে পূর্ব লন্ডনের রিয়াদুস সালামে তাকে দাফন করা হয়। 

জানাযার পূর্বে বক্তারা তাঁর আলোকিত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা-বিশ্বাস প্রচার ও প্রসারে তাঁর অবদান ব্রিটেনের মুসলিম কমিউনিটি সর্বদা মনে রাখবে। তিনি ইউকে ওলামা সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও আল-ইসলাহ ইউকের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। সিলেট জেলার বিয়ানী বাজার উপজেলার দুবাগে আল্লামা মুজাহিদ উদ্দিন চৌধুরী ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে আল্লামা দুবাগী (রহ.) বিভিন্ন প্রতিষ্ঠানে প্রিন্সিপাল, মুহাদ্দিস, সুনামখ্যাত ওস্তাদ ও মুফতি ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুবাগীর-ইন্তেকাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ