Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাফিল আলম আজীবন শ্রমজীবি মানুষের কল্যাণে কাজ করেছেন প্রবাসী মন্ত্রী ইমরান আহমদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২০, ৩:০৫ পিএম

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের তিন বারের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। 

ইসরাফিল আলম এমপি'র সাথে ব্যক্তিগত ঘনিষ্ঠতা উল্লেখ করে আজ সোমবার এক শোক বার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, মরহুম ইসরাফিল আজীবন শ্রমজীবি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মন্ত্রী আরো বলেন, অভিবাসী কর্মীদের অধিকার ও মর্যাদা রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি সমবায় আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। তাঁর মৃত্যুত দেশ একজন জনদরদি ও গণমানুষের নেতাকে হারালো। মন্ত্রী মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ