Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান তথ্যমন্ত্রীর

প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সরকার ও প্রশাসনের পক্ষে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পাশাপাশি জঙ্গি দমনের যুদ্ধে সবাইকে একযোগে কাজ করারও অনুরোধ জানান তিনি। গতকাল (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের সামনে জঙ্গিবিরোধী প্রচারপত্র বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
এ সময় তথ্য সচিব মর্তুজা আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাসানুল হক ইনু জঙ্গি-সন্ত্রাসীদের উদ্দেশে বলেন, ‘রাষ্ট্র, প্রশাসন ও জনগণের ঘেরাওয়ের মধ্যে পড়েছেন। পালাবার পথ নেই। তাই আত্মসমর্পণ করুন। যদি আত্মসমর্পণ না করেন তাহলে জঙ্গিবিরোধী অভিযান চলবে। জঙ্গি-সন্ত্রাসী উৎখাত না হওয়া পর্যন্ত অভিযান চলবে রাষ্ট্র, জনগণ, মানবতা, ধর্ম রক্ষার জন্যই।
জঙ্গি-সন্ত্রাসকে বৈশ্বিক উৎপাত উল্লেখ করে ইনু বলেন, জঙ্গিরা মানবতার শত্রু, ইসলাম ধর্মসহ সব ধর্মের শত্রু, বাংলাদেশের শত্রু। দেশের বিরুদ্ধে জঙ্গি-সন্ত্রাসীরা অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে। তারা সংবিধান মানে না, সংস্কৃতি মানে না, দেশীয় ঐতিহ্য মানে না। তাই জনগণ ও প্রশাসন আজ এককাতারে দাঁড়িয়েছে। জঙ্গিরা পরাজিত হবেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান তথ্যমন্ত্রীর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ