Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে -বিমানমন্ত্রী

প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি, গতকাল বলাকাস্থ বিমান প্রধান কার্যালয়ে ‘কর্মস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ও নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা ও উপায়’ নিয়ে বিমান কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন। আলোচনা সভায় মন্ত্রী দেশের বিরাজমান, বিশেষ করে গুলশান ও শোলাকিয়া ট্র্যাজেডির পর নিজ নিজ কর্মস্থলে ‘নিরাপত্তা ব্যবস্থা’ নিñিদ্্র করতে আবশ্যকীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সাথে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করতে এ বিষয়ে নাগরিকদের ‘সচেতনতা’ বাড়ানোর পরামর্শ দিয়ে এটিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে সংশ্লিষ্টদের আহŸান জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাগণ, সিবিএ-সহ সকল ট্রেড ইউনিয়ন, বাপা-বোয়া’র প্রতিনিধিগণ আজকের মতবিনিময় সভায় নিজ নিজ দৃষ্টিকোণ থেকে ‘নিরাপত্তা’ ইস্যু ও অতঃপর আশু করণীয় বিষয়ে আলোকপাত করেন। বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সিবিএ প্রেসিডেন্ট প্রমুখ মতবিনিময় সভায় অংশ নেন। Ñপ্রেস বিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে -বিমানমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ