পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাংলাদেশের অটোমোবাইল গ্রাহকদেরকে সম্পূর্ণ নতুন গাড়ি এবং মানসম্পন্ন বিক্রয়োত্তর সেবা দেয়ার লক্ষ্য নিয়ে হুন্দাই মোটর কর্পোরেশনের অনুমোদিত ডিষ্ট্রিবিউটর হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিল ফেয়ার গ্রুপের মোটরগাড়িভিত্তিক অঙ্গপ্রতিষ্ঠান ফেয়ার টেকনোলজি লিমিটেড।
বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের উদ্ভাবী প্রযুক্তি ও গুণগত মানসম্পন্ন পণ্য এবং সেবা সরবরাহ করে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বাড়ানোই ফেয়ার গ্রুপের অন্যতম লক্ষ্য। ফেয়ার গ্রুপ সফলভাবে বাংলাদেশেই স্যামসাং স্মার্টফোন এবং কনজুমার ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করছে। এছাড়া ফেয়ার গ্রুপ সারা দেশে নিজস্ব রিটেইল, এন্টারপ্রাইজ, বিক্রয়োত্তর সেবা, ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ব্যবসা পরিচালনা করছে।
শনিবার (২৫ জুলাই) ফেয়ার টেকনোলজির ডিরেক্টর মুতাসিম দাইয়ান ওয়েবিনারের মাধ্যমে হুন্দাই ও ফেয়ার টেকনোলজির পার্টনারশিপের আনুষ্ঠানিক ঘোষণা দেন ও বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল হামিদ আর চৌধুরী, চীফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন, হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীর, ফেয়ার টেকনোলজির হেড অব সেলস আবু নাসের মাহমুদ, হেড অব সার্ভিস আবুল হাশেম, প্রডাক্ট ম্যনেজার ফরিদ আল সোহানসহ ফেয়ার গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা।
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় কোরিয়ান অটোমোবাইল ব্র্যান্ড হুন্দাই তার অত্যাধুনিক দৃষ্টিনন্দন ডিজাইন, উন্নত প্রযুক্তি, দীর্ঘমেয়াদী ওয়ারেন্টি, অভিজাত সুযোগ-সুবিধার জন্য জনপ্রিয়তা অর্জন করেছে। ফেয়ার টেকনোলজি হুন্দাইয়ের সহযোগিতায় বাংলাদেশী অটোমোবাইল গ্রাহকদেরকে ‘মডার্ণ প্রিমিয়াম’ অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ।
হুন্দাইয়ের সাম্প্রতিক মডেলের সর্বাধিক জনপ্রিয় গাড়ি যেমনÑ সেডান (সোনাটা, ইলান্ট্রা), এসইউভি (পেলিসেড, সানটা ফে, টুসন, ভেন্যু), মাইক্রোবাস এবং অ্যাম্বুলেন্স (এইচ-১) উম্মোচনের মাধ্যমে ফেয়ার টেকনোলজি তার পথচলা শুরু করছে। হুন্দাই এই সকল গাড়ির ক্ষেত্রে ৩ বছর বা ১ লাখ কিঃ মিঃ ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি দিচ্ছে। এই গাড়িগুলো প্রত্যেক ব্যবহারকারীর সুবিধা চিন্তা করে তৈরী, যাতে আছে আধুনিক প্রযুক্তির গাাড়ির সব ধরনের সুবিধা এবং এই গাড়িগুলো সম্পূর্ণরূপে দক্ষিণ কোরিয়ায় উৎপাদিত ।
ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, মোটরগাড়ি শিল্পে হুন্দাইয়ের সাথে আমাদের নতুন যাত্রা ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। হুন্দাই এবং ফেয়ার গ্রুপ উভয়ের ভবিষ্যত দর্শন একই; আমরা স্থায়িত্ব ও প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দর্শনকে লালন করি। অটোমোবাইল শিল্পে প্রযুক্তি হস্তান্তর, মানবসম্পদ বিকাশ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। শিগগিরই আমরা হুন্দাই-এর প্রত্যক্ষ সহযোগীতা এবং সরকারের প্রয়োজনীয় নীতি সহায়তায় উৎপাদনভিত্তিক কারখানা স্থাপন করব।
এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের এইচ এম সি-এর ভাইস প্রেসিডেন্ট ওয়াই এস লি একটি অফিসিয়াল বার্তায় বলেন, আমাদের নতুন ব্র্যান্ড কৌশল ‘কোয়ালিটি টাইম’ এর অধীনে গ্রাহকদের জীবনমান উন্নয়নে ভবিষ্যত কেন্দ্রিক নকশা, ব্যবহারকারী সুবিধা অনুযায়ী গাড়ি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা রাখার পরিকল্পনা গ্রহণ করেছি । গ্রাহকদের মোটরগাড়ি সংক্রান্ত ভবিষ্যতের সমস্যাগুলোর টেকসই সমাধানে ক্রমাগত গাড়ির মানোন্নয়ন করার মাধ্যমে আমরা আপনাদের সারাজীবনের অংশীদার হওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বাংলাদেশে আমাদের নতুন অংশীদার ফেয়ার টেকনোলজিকে সার্বিক সহযোগিতা প্রদানে অঙ্গিকারাবদ্ধ।
ফেয়ার গ্রুপের সিএমও মেসবাহ উদ্দিন বলেছেন, বাংলাদেশে ব্যক্তিগত গাড়ির গ্রাহকদেরকে মোটরগাড়ি পণ্য এবং সেবার আধুনিক, অভিজাত ও মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেয়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা ‘মডার্ণ প্রিমিয়াম’ সেবার অধীনে সাম্প্রতিক মডেলের অত্যাধুনিক সুবিধার সকল প্রকার জ্বালানী চালিত গাড়ির বিপনন ও সার্ভিসসহ সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। খুব শিগগরিই আমরা গ্রাহকদের জন্য পরিবেশ-বান্ধব গাড়ির (হাইব্রিড, প্লাগ-ইন হাইব্রিড এবং পূর্ণ ইলেক্ট্রিক) সমাহার নিয়ে হাজির হব।
ফেয়ার গ্রুপের বিপণন বিভাগের প্রধান জে এম তাসলিম কবির বলেছেন, আমরা বাংলাদেশের ভোক্তার চাহিদা অনুযায়ী বিভিন্ন বিপনন স্কীমের মাধ্যমে ভোক্তার সন্তুষ্টি লাভ করবো বলে আশা করি। গাড়ী প্রেমীদের জন্য আমরা শিগগরিই সহজ গাড়ি লোনসহ অন্যান্য সুবিধা নিয়ে হাজির হবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।