Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল

প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলকে রাষ্ট্রায়ত্ত¡ সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। সম্প্রতি তিনি সোনালী ব্যাংক লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসাবে যোগদান করেন। মো. আশরাফুল মকবুল ১৯৮১ সালের জানুয়ারিতে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। মো. আশরাফুল মকবুলের দীর্ঘ ৩৫ বছরের পেশাজীবনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়সহ মাঠপর্যায়েও প্রশাসকের দায়িত্ব সুচারুভাবে দক্ষতার সাথে পালন করেন। তিনি পার্বত্য জেলা খাগড়াছড়ি, পাবনা এবং কুষ্টিয়ার জেলা প্রশাসক, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের সচিব এবং চাকরি জীবনে সর্বশেষ জাতীয় সংসদ সচিবালয়ে দুই বছরেরও অধিক সময় সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
মো. আশরাফুল মকবুল ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে বিএ অনার্স (স্নাতক) এবং ১৯৭৬ সালে এম এ (স্নাতকোত্তর) ডিগ্রী অর্জন করেন। যশোর শিক্ষা বোর্ড থেকে এসএসসি এবং এইচএসসিতে মানবিক বিভাগে মেধাতালিকায় ১ম স্থান অধিকার করেন। উল্লেখ্য, তিনি ১৯৮৫ সালে দি আমেরিকান ইউনিভার্সিটি থেকে ইন্টারডিসিপ্লিনারি স্টাডিস স্পেশালাইজিং অন প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে এম এস ডিগ্রী লাভ করেন। মো. আশরাফুল মকবুল তাঁর দীর্ঘ পেশাজীবনে দেশে ও বিদেশে বিভিন্ন সম্মেলনে যোগদানের পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন নীতিনির্ধারণী বৈঠকে সরাসরি অংশগ্রহণ করেন। মো. আশরাফুল মকবুল ১৯৫৫ সালে খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ব্যক্তিগত জীবনে দুুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ