Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জরিপে ট্রাম্পের চেয়ে ৭ শতাংশ এগিয়ে হিলারি

প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নতুন এক জরিপে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৭ শতাংশের ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন। মার্কিন টিভি নেটওয়ার্ক সিবিএসের করা এ জনমত জরিপ প্রকাশ পায় সোমবার। হিলারি ক্লিনটন আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণের তিন দিন পর এ জরিপ প্রকাশ করা হয়। জরিপে দেখা যায়, সম্ভাব্য ভোটারদের ৪৬ শতাংশের সমর্থন হিলারি ক্লিনটনের পাল্লায়, ৩৯ শতাংশের সমর্থন ট্রাম্পের দিকে এবং বাকি ভোটার বেছে নিয়েছেন ‘আদার’ বা অন্য কাউকে। গত ২৯ থেকে ৩১ জুলাইয়ের (শুক্র থেকে রোববার) মধ্যে ১ হাজার ৩৯৩ জন প্রাপ্তবয়স্ক দর্শক-শ্রোতার মতামত নিয়েছে সিবিএস।
মাত্র ৯% মার্কিনির ভোটে প্রার্থী হয়েছেন ট্রাম্প ও হিলারি
আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক দলের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনকে ভোট দিয়ে নির্বাচন করেছে মোট মার্কিন জনসংখ্যার মাত্র ৯ শতাংশ। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০১৬। ইতোমধ্যে দেশটির অঙ্গরাজ্যগুলোতে প্রাথমিক নির্বাচনের মাধ্যমে প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচন সম্পন্ন হয়েছে।
ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে, মাত্র ৯ শতাংশ মার্কিনির ভোটে নির্বাচিত হয়েছেন তারা। নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রায় ৩২৪ মিলিয়ন বা ৩২ কোটি ৪০ লাখ মানুষের বসবাস। প্রতি বর্গ কিলোমিটারে গড়ে রয়েছে ১০ লাখ মানুষ। এদের মধ্যে ১০ কোটি ৩০ লাখ হচ্ছে শিশু অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক, অনাগরিক কিংবা গুরুতর অপরাধী। কাজেই তাদের ভোটের অধিকার নেই।
ভোট দিতে সক্ষম প্রাপ্তবয়স্কদের মধ্যে ৮ কোটি ৮০ লাখ মানুষ একেবারেই ভোট দেন না, এমনকি জাতীয় নির্বাচনের সময়ও না (২০১২ সালের ভোটারদের পরিসংখ্যানমতে)। অতিরিক্ত আরও ৭ কোটি ৩০ লাখ মানুষ অঙ্গরাজ্যগুলোর প্রাথমিক নির্বাচনে ভোট দেয়নি। কিন্তু হয়তোবা নভেম্বরের সাধারণ নির্বাচনে দেবেন। যদিও যারা প্রাথমিকে ভোট দেন না তাদের একটা সামান্য অংশই সাধারণ নির্বাচনে অংশ নেন তাহলে ৩২ কোটির মধ্যে বাকি রইল ৬ কোটি। যে ৬ কোটি মানুষ প্রাথমিকে ভোট দিয়েছেন তাদের মধ্যে ৩ কোটি রিপাবলিকান, বাকি ৩ কোটি ডেমোক্র্যাট। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই প্রাথমিক ভোটারদের অর্ধেকই প্রত্যেকে দলের অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পছন্দ করেন। প্রাপ্তবয়স্কের মাত্র ১৪ শতাংশ, যেটা কিনা দেশের মোট জনসংখ্যার মাত্র ৯ শতাংশ, ভোট দিয়েছেন ট্রাম্প কিংবা হিলারিকে। তথ্যসূত্র : এএফপি, নিউইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিপে ট্রাম্পের চেয়ে ৭ শতাংশ এগিয়ে হিলারি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ