Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রতিরক্ষা সচিব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ১২:০১ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুসারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল প্রতিরক্ষা সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল বৃক্ষরোপণ কর্মসূচী-২০২০ এর শুভ উদ্বোধন করেন। রাজধানীর শেরেবাংলা নগরস্থ গণভবন কমপ্লেক্সে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় চত্বরে একটি ফলজ বৃক্ষ (লটকন গাছের চারা) রোপণ করে এ বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক, ড. মো. মাহামুদ-উল-হক, মো. সফিকুল আহম্মদ, যুগ্নসচিব (পূর্ত ও উন্নয়ন) ব্রিগেডিয়ার জেনারেল মো.মাহফুজ আলম এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এবছর বৃক্ষরোপন অভিযানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “সবুজবৃক্ষ-নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। বৃক্ষরোপন অভিযান-২০২০ এ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ অধিদপ্তর/দপ্তর/সংস্থায় নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপন করা হবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে জাতির পিতার জন্মশত বার্ষিকীকে বিশেষ অর্থবহ করে তুলতে সকলকে স্বপ্রণোদিত হয়ে অধিক পরিমাণে বৃক্ষরোপণের উদ্যোগ নিতে প্রতিরক্ষা সচিব সকলের প্রতি আহবান জানান।-আইএসপিআর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃক্ষরোপণ-কর্মসূচি-উদ্বোধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ