Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রিকেট নিরাপত্তার অজুহাতে ইসলামী মহাসম্মেলনে বাধা

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : নিরাপত্তার অজুহাতে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতে পারল না ৬-৭ ফেব্রুয়ারির আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। সম্মেলন কর্তৃপক্ষ জানায়, এক বছর আগে থেকেই সম্মেলনের এই তারিখ ও স্থান নির্ধারিত ছিল। এই সেম্মলনে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখ ছাড়াও ভারতের দেওবন্দ মাদরাসার প্রিন্সিপাল আল্লামা কাসেম নোমানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। কিন্তু কক্সবাজারে ২৯ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান আইসিসি ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড়দের নিরাপত্তার অজুহাতে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্মেলন করতে দিচ্ছে না প্রশাসন। এমনকি অনেক নাটকীয়তার পর অবশেষে শহর থেকে ১৫ কিমি দূরে রামু কলেজ ময়দানে সম্মেলন করার অনুমতি পায় সম্মেলন কর্তৃপক্ষ।
শহরের এড: ফিরোজ আহমদ চৌধুরী ফাউন্ডেশন কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সম্মেলন কর্তৃপক্ষ এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজারের সাধারণ সম্পাদক আলহাজ আলী হাচ্ছান চৌধুরী, সম্মেলন প্রস্তুতি কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহসিন শরীফ। তারা বলেন শান্তিপূর্ণভাবে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট নিরাপত্তার অজুহাতে ইসলামী মহাসম্মেলনে বাধা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ