Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছবি প্রকাশ, চোর ধরিয়ে দিতে পুলিশের অনুরোধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২০, ১২:০২ এএম

রাজধানীর মিরপুরের একটি ওয়ালটন শো-রুম থেকে ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরির অভিযোগে এক ব্যক্তির পরিচয় খুঁজছে পুলিশ। এজন্য নগরবাসীর সহযোগিতা চেয়েছে পুলিশ। যদিও রুমাল দিয়ে মুখ ঢাকা থাকায় সিসিটিভি ক্যামেরার ফুটেজে তার চেহারা স্পষ্ট দেখা যায়নি।
গতকাল লঢাকা মহানগর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ জুলাই ভোর ৬টায় মিরপুর থানার মিরপুর-২, ২/এইচ, ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মার্কেটের (দ্বিতীয় তলা) ইন্টারেক্টিভ ইলেকট্রনিক্সয়ে (ওয়ালটন শো রুম) চুরির ঘটনা ঘটে। একজন চোর শো-রুমের টয়লেটের ভ্যান্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ধরনের মোবাইল ও নগদ টাকাসহ আনুমানিক ১০ লাখ ৮৫ হাজার ৩৪৫ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাত এক চোর মুখে কাপড় পেঁচানো বা মাস্ক দেয়া অবস্থায় শো রুমে প্রবেশ করে ক্যাশ কাউন্টার থেকে টাকাসহ মোবাইল ও অন্যান্য দামি ইলেকট্রনিক্স মালামাল ব্যাগে করে নিয়ে চলে যাচ্ছেন।
ডিএমপি জানায়, যদি কেউ উক্ত ব্যক্তির সন্ধান জেনে থাকেন তা হলে মিরপুর মডেল থানায় (অফিসার ইনচার্জ- ০১৭১৩৩৭৩১৮৯) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছবি-প্রকাশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ