পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গালফ সিকিউরিটি সার্ভিসেস ও তার ব্যবস্থাপনা পরিচালক এ বি এস খান স্বপনের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে অসত্য ও বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এ প্রতিবাদ জানানো হয়। গালফ সিকিউরিটি সার্ভিসেস ব্যবস্থাপনা পরিচালক এ বি এস খান স্বপন সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে মিথ্য অপপ্রচারের বিস্তারিত তথ্য প্রমাণাদিসহ বক্তব্য উপস্থাপন করেন ।
এবিএস খান স্বপন বলেন, গত ১৯৯৯ সাল থেকে বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ও আউটসোর্সিং পদ্ধতিতে কার্যাদেশ অনুযায়ী জনবল সরবরাহ করে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। গত ১৬ জুলাই আমার ও গালফ সিকিউরিটি সার্ভিসেস (প্রা.) লিমিটেডসহ আউটসোর্সিং পদ্ধতিতে জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়।
যাতে বলা হয়েছে, প্রভাব খাটিয়ে ৮০টির বেশি প্রতিষ্ঠানে কাজ পাচ্ছে গালফ সিকিউরিটি সার্ভিসেস (প্রা.) লিমিটেড। এছাড়া সরকারি চাকরির নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মর্মে সংবাদ প্রকাশ করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। তিনি বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। তিনি বক্তব্যের সমর্থনে বেশ কিছু কথোপকথনের অডিও ও ভিডিও রেকর্ড সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। সর্বশেষে এ অসত্য অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনার আলোকে সত্য ও সঠিক খবর প্রকাশ করার জন্য তিনি সাংবাদিকদের অনুরোধ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।