Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাম্পত্য জীবনে প্রয়োজন সহনশীলতা ও সহমর্মিতা

প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

আফতাব চৌধুরী

দাম্পত্য জীবনে সুখী হতে হলে প্রয়োজন বিশ্বাস। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহমর্মিতা ভালোবাসা গভীর করে, সম্পর্ক আরও দৃঢ় করে। ছেলে কিংবা মেয়ে, অনেকেরই অভ্যাস আছে অযথা সন্দেহ করার। এতে সংসারের শান্তি নষ্ট হয়।
এই যেমন মোবাইল ফোনটা যখন-তখন বেজে উঠল তো সন্দেহটা বেড়ে গেল-কে ফোন দিল, কেন ফোন দিল, যিনি ফোন দিলেন তিনি নারী না পুরুষ। তার সঙ্গে অর্থাৎ ফোনের ওপাশের ব্যক্তির সঙ্গে কীভাবে কথা বলল-সবাই খেয়াল করবেন এবং এক পর্যায়ে এই ছোট্ট ব্যাপারটি নিয়ে দু’জনার মধ্যে বড়ো ঝগড়াঝাটি বেঁধে যায়। এতে করে স্বামী-স্ত্রী দু’জনার মধ্যে সুখই নষ্ট হয়ে গলে। তারপর কেউ কারও মুখ পর্যন্ত দেখেন না, কথা বলেন না। স্বামী বেচারা হয়তো নিজের রুম ছেড়ে বসার রুমে গিয়ে শুয়েছেন। গৃহকর্তা খুব সহজেই এ ধরনের সমস্যার সমাধান করতে পারেন। মনে রাখতে হবে সততা , বিশ্বাস, নির্ভরযোগ্যতা স্বামী-স্ত্রীর মধ্যে যতটা ঘাড় হবে, সংসার তত সুন্দর ও সুখী হবে। স্ত্রী যেহেতু সন্দেহপ্রবণ, তাই রসিকতা করেও তার কাছে মিথ্যা বলার দরকার নেই। সব সময় সত্য বলুন, প্রয়োজনে মাঝে মাঝে তাকেও ফোন ধরতে দিন। দেখবেন সন্দেহ করা কেটে গেছে। স্ত্রী অহেতুক সন্দেহ করা যেমন ঠিক নয়, তেমনি স্বামীরও উচিত সন্দেহের মতো কোন কাজ না করা। স্বামীকেও মনে রাখতে হবে, সারাদিন বাইরের ঝামেলা মিটিয়ে ঘরে এসে বউ-বাচ্চাকেও সময় দেওয়া উচিত। ঘরে এসেও যদি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন স্বামী, তবে ঝগড়া তো বাধঁবেই। সেক্ষেত্রে মোবাইলটা কিছুক্ষণ বন্ধ করে রাখুন। একটি কথা সত্য যে, মোবাইল ফোন নিয়ে বহু পরিবারে নানা ধরনের কলহের সৃষ্টি হচ্ছে, এর মধ্যে দাম্পত্য কলহ অন্যতম।
সাবিহা আক্তার চাকরিজীবী নারী। স্বামীর সঙ্গে তার খুবই সুন্দর সম্পর্ক। তারপরও মাঝে মাঝে দ্বন্দ্ব বেঁধে যায়। সাবিহা তার ছোটো ননদীর হয়ে কথা বলেন আর তার স্বামী তার বড়ো বোনের হয়ে কথা বলেন । ব্যাপারটি এমন যে, বড়ো বোনের কোনো দোষই নেই। আর এ নিয়েই বেঁধে যায় তর্ক-বিতর্ক। এক্ষেত্রে স্ত্রীকে বুঝতে হবে, দু’জনই স্বামীর বোন। কারোরই পক্ষপাতিত্ব না করে যেটা ন্যায্য সেটা বলাই ভালো। সবচেয়ে ভালো চুপ থাকা, কারণ স্বামীর বাড়ির ব্যাপার তারাই মেটাবে, বউ হয়ে কথা বাড়িয়ে দাম্পত্য কলহ বাঁধানোর দরকার নেই।
অবণী স্কুল শিক্ষিকা। তার স্বামী বদমেজাজী। স্ত্রীর বাড়ির কোনো আত্মীয়-স্বজনকে দেখতে পারেন না। কারণে-অকারণে স্ত্রীকে সন্দেহ করেন। আর এ নিয়েই তাদের দাম্পত্য কলহ। স্বামী যদি হন উচ্চশিক্ষিত তবে তো তার বোঝার ক্ষমতা উন্নত হওয়া উচিত। তাকে অবশ্যই মনে রাখতে হবে, একটি মেয়ে সম্পূর্ণ নিজের পরিচিত পরিবেশ ছেড়ে সুখের সন্ধানে স্বামীর গৃহে এসেছেন, এখানে তাকে প্রতিটি কাজে সহযোগিতা করা উচিত , দুঃখে সহমর্মিতা দেখানো উচিত আর এটাই স্বাভাবিক। এটি না করে যদি উলটো স্বামী অযথা সন্দেহ করেন তবে স্ত্রীর জীবন অতিষ্ঠ তো হবেই। আর স্ত্রীর বাপের বাড়ির লোকজনের সঙ্গে ভালো এবং সুন্দর ব্যবহার না করে কী করে তিনি তার বাড়ির লোকের প্রতি ভালো ব্যবহার আশা করেন। মনে রাখতে হবে, কিছু পেতে হলে কিছু দিতে হয়।
রহিমা সরকারি চাকুরিজীবী। স্বামী-সন্তান নিয়ে তার সুখের সংসার। কিন্তু সরকারি চাকরির কারণে তাকে প্রায়ই বদলি হতে হয়। আর এই বদলি নিয়ে সাংসারিক কলহ। বদলির কথা শুনেই স্বামীর মেজাজ খারাপ হয়ে যায়। চাকরি ছেড়ে দেওয়ার জন্য পীড়াপীড়ি করতে থাকেন। এক্ষেত্রে স্বামীর অবশ্যই বুঝতে হবে, স্ত্রী সরকারি চাকরিজীবী যেহেতু, তাই বদলির ব্যাপারটা অবশ্যই মেনে নিতে হবে। এ ব্যাপার নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া না করে বরং ব্যাপারটি গুছিয়ে নেওয়া যায় বা কীভাবে অগ্রসর হলে কাজটি ভালো হয় তা নিয়ে সমঝোতায় আসা যেতে পারে। এক্ষেত্রে স্ত্রীর প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিন।
উপরের দু’একটি খন্ড চিত্র থেকে সহজে বোঝা যায়, দাম্পত্য কলহ কতটা ভয়াবহ। স্বামী-স্ত্রীর ঝগড়া হয় না এমন পরিবার কমই আছে। আবার স্বামী-স্ত্রীর ঝগড়া হবে কেন, কখনোই ঝগড়া হবে না, এমনটিও বলছি না। দু’টি ভিন্ন পরিবেশ থেকে বেড়ে উঠা দু’টি মানুষ সংসার গড়ে, এখানে মতের ভিন্নতা থাকতে পারে, ছোটোখাটো সাংসারিক ঝগড়াঝাটি হতে পারে। আর মান-অভিমান থাকবে এটাই স্বাভাবিক। এমনি ছোটোখাটো দাম্পত্য কলহ নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমেই মীমাংসা হওয়া উচিত। এমনটাই কাম্য। দাম্পত্য কলহ যদি বিরাট আকার ধারণ করে, সেই কলহ মেটাতে যদি আত্মীয়-স্বজনের মধ্যস্থতা করতে হয় তবে তা মোটেও সুন্দর বা সম্মানজনক হবে না। স্বামী-স্ত্রীর ঝগড়ার ক্ষেত্রে তাদেরই মীমাংসায় আসা ভালো। তারপরও পারিবারিক কলহ যদি তিক্ততায় গড়ায়, সেক্ষেত্রে নিকটাত্মীয় ডেকে মীমাংস করা যেতে পারে। তবে কখনও তা যেমন মামলা মোকাদ্দমার পর্যায়ে না গড়ায়, কিংবা দাম্পত্য কলহ মারাত্মক আকার ধারণ করে বিবাহ বিচ্ছেদ না ঘটে। এমনটি কারোরই কাম্য নয়। স্বামী-স্ত্রীর ঝগড়া দু’জনার মধ্যে থেকে মান-অভিমান ঠেকে, মিটে গেলেই সবচেয়ে সুন্দর। বরং এমনি ঝগড়া দাম্পত্য প্রেম কয়েক গুণ বাড়িয়ে দেয়। একজনের আরেকজনের প্রতি সমঝোতা-সহমর্মিতা থাকলে ভালো। তাছাড়া ছেলেমেয়ে বড়ো হয়ে গেলে তাদের সামনে অকারণে ঝগড়া করাও শোভন নয়। আর ছেলেমেয়েরা ঝগড়া শোনে শোনে একদিন তো ঝগড়াই শিখবে। সবচেয়ে বড়ো কথা , পারিবারিক অশান্তি বা দাম্পত্য কলহ থাকলে তা ছেলেমেয়েদের যথার্থভাবে বড়ো করে তোলার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। মনে রাখতে হবে-
‘সংসার সুখের হয় রমণীর গুণে
গুণবান পতি যদি থাকে তার সনে।’
যে পরিবারে সহনশীলতা-সহমর্মিতা যত বেশি, সে পরিবার ততটাই সুখের। তাই অকারণে একে অপরকে অবিশ্বাস না করে, বিশ্বাস করতে হবে। কোনো বিষয়ে মতের মিল না হলে স্বামী স্ত্রী মিলে সমঝোতা করে নিতে হবে। এ কথাটি মনে রেখে আপসের সঙ্গে যে কোনো সমস্যা সহজেই মীমাংস করা যেতে পারে।
সাংবাদিক-কলামিস্ট



 

Show all comments
  • MUTEE UR RAHMAN ২ আগস্ট, ২০১৬, ২:২৩ পিএম says : 0
    KHUB SUNDOR ! AMRA MUSLIM .AMADIR AE SOMAJI CHILIN DR.SHAHIDULLAH, AKRAM KHAN,VASANI,DR.A. BARY.TARAO ISLAM NIA BINCHI CHILIN, ABONG ISLAMIR KHADIM CHILIN.KINTU AMRA !!!? TAI JODI AROKOM BISOE QURAAN O HADES HOTI KICHU UDOHORON DIA JAI TAHOLI KHUB VALO HOY. AMRA ISLAMIR BIRUDDHI JOTOY BOLINA KANO, AKDIN ISLAMIR JONNO AFSOS KORTI HOBI , KINTU SADIN AMAR APNAR KICHUY KRAR THKBINA !
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাম্পত্য জীবনে প্রয়োজন সহনশীলতা ও সহমর্মিতা
আরও পড়ুন