Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘তিলোত্তমা নগরী গড়ার স্বপ্ন ছিল’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ১২:০০ এএম

প্রাচ্যের রাণী চট্টগ্রামকে তিলোত্তমা নগরী গড়ার স্বপ্ন ছিলো জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, যেটুকু সৌন্দর্য ফিরে এসেছে তাতে আমি পরিতৃপ্ত নই। সৌন্দর্য বর্ধনের বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, অনেকগুলো বাস্তবায়নের পথে। তিনি গতকাল শুক্রবার নগরীর আউটার স্টেডিয়ামে সার্কিট হাউস থেকে নেভাল এভিনিউ পর্যন্ত সৌন্দর্যবধন ও মুক্তমঞ্চ তৈরির কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন। 

তিনি বলেন, চট্টগ্রামের মতো পাহাড়-নদী-সমুদ্র ও সমতল মিলিয়ে এমন রূপ কোথাও সচারচর দেখা যায় না। অথচ এখন ভিন্নরূপ। কিছু অপরিনামদর্শী মানুষের হাতেই নগরীর সৌন্দর্য্য লুন্ঠিত হয়েছে। দুর্বৃত্তরা পাহাড়, নদী, খাল গিলে খেয়ে এই নগরীকে হতশ্রী করেছে।
যারা এসব অপকর্ম করেছে তাদেরকে চিনি, অনেকের ভ‚মিকা রক্ষক হয়ে ভক্ষকের মতই। আমার স্বপ্ন ছিলো সুযোগ পেলেই চট্টগ্রামের হৃত সৌন্দর্য ফিরিয়ে আনবো। যখন মেয়র পদে দায়িত্ব গ্রহণ করি তখনই এ স্বপ্ন বাস্তবায়ন শুরু। কিন্তু কাজটা অত সহজ ছিলো না, পদে পদে বাঁধা এবং সীমাবদ্ধতা ছিলো।
আউটার স্টেডিয়াম এলাকায় ওয়াকওয়ে ও একটি মুক্তমঞ্চ নির্মানের কাজ আগামী ২৫ জুলাইয়ের মধ্যে শেষ করার নির্দেশনা দেন মেয়র। পরিদর্শনকালে বেলাল আহমেদ, মামুনুর রশীদ মামুন, আনিসুর রহমান, মোশাররফ হোসেন লিটন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিলোত্তমা-নগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ