Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গত অর্থবছরে ৪৩ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে

প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশের ব্যবসায়ীরা গত অর্থবছরে পণ্য আমদানির জন্য সবমিলিয়ে চার হাজার ৩৩৩ কোটি ৫৩ লাখ (৪৩ দশমিক ৩৩ বিলিয়ন) ডলারের এলসি (ঋণপত্র) খুলেছে। এই অংক তার আগের বছরের চেয়ে দশমিক ৬২ শতাংশ বেশি। বিশ্ববাজারে দাম কম থাকায় খাদ্যপণ্য এবং জ্বালানি তেলের এলসি খোলার পরিমাণ ছিল খানিকটা কম। তবে শিল্পের কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতির (ক্যাপিটাল মেশিনারি) আমদানি বেড়েছে। পণ্য আমদানি সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত ৩০ জুন শেষ হওয়া ২০১৫-১৬ অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানির জন্য মোট ৪৩ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে এলসি খোলার পরিমাণ ছিল ৪৩ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার। এ হিসাবে এক বছরের ব্যবধানে এলসি খোলার পরিমাণ বেড়েছে দশমিক ৬২ শতাংশ। তথ্যে দেখা যায়, ২০১৫-১৬ অর্থবছরে শিল্পের কাঁচামাল আমদানির জন্য এক হাজার ৬৮২ কোটি ৮০ লাখ (১৬ দশমিক ৮৩ বিলিয়ন) ডলারের এলসি খোলা হয়েছে, যা আগের বছরের চেয়ে ৪ দশমিক ২৩ শতাংশ বেশি। আর মূলধনী যন্ত্রপাতি আমদানির এলসি খোলার পরিমাণ বেড়েছে ১০ দশমিক ২৭ শতংশ। ২০১৫-১৬ অর্থবছরে শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য ৩৫৩ কোটি ৩৫ লাখ ডলারের এলসি খোলা হয়েছে। আগের অর্থবছরে যার পরিমাণ ছিল ৩০৯ কোটি ৬৮ লাখ ডলার। অন্যদিকে চাল ও গম আমদানির জন্য গত অর্থবছরে ১০৯ কোটি ডলারের এলসি খোলা হয়েছে, যা আগের বছরের চেয়ে ৩৭ দশমিক ৪ শতাংশ কম। আগের অর্থবছরে এই দুটি পণ্য আমদানির জন্য ১৭৪ কোটি ডলারের এলসি খোলা হয়েছিল। গত অর্থবছরে জ্বালানি তেল আমদানির জন্য ২২০ কোটি ডলারের এলসি খোলা হয়েছে, যা আগের বছরে ছিল ৩৩৭ কোটি ২৮ লাখ ডলার। এ হিসাবে তেল আমদানির এলসি কমেছে ৩৫ শতাংশ। এই কয়েকটি পণ্যের বাইরে অন্য সব পণ্য আমদানির জন্য ১ হাজার ৮৪২ কোটি ডলারের এলসি খোলা হয়েছে, যা আগের বছরের চেয়ে ৫ দশমিক ৫ শতাংশ বেশি। তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৫-১৬ অর্থবছরে সবমিলিয়ে ৪০ বিলিয়ন ডলারের এলসি নিষ্পত্তি হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে যার পরিমাণ ছিল ৩৮ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গত অর্থবছরে ৪৩ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ