পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মরহুম মওলানা আবু মোহাম্মদ সৈয়দ ইসমাইল হোসেন শিরাজীর ইন্তেকালবার্ষিকী আজ। ১৯৩১ সালের ১৭ জুলাই তিনি ইন্তেকাল করেন। ১৯ ও ২০ শতকে তিনি ছিলেন বাঙালি মুসলিম জাগরণের প্রবক্তাদের অন্যতম একজন। তিনি মুসলিমদের জন্য বিজ্ঞান-সাধনা, মাতৃভাষা চর্চা, নারী শিক্ষা বিষয়ে লেখালেখি করেছেন। তার ‘অনল প্রবাহ’ গ্রন্থটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে তাকে দুই বৎসর সশ্রম কারাদন্ড প্রদান করেন। গাজী শিরাজী একাধারে কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, যোদ্ধা, ঔপন্যাসিক, সমাজ সংস্কারক, বিশিষ্ট রাজনৈতিক চিন্তাবিদ, শিক্ষাব্রতি, শ্রেষ্ঠ দানশীল, সমাজ হিতৈষী ও দেশপ্রেমিক ছিলেন।
১৮৮০ সালে ১৩ জুলাই জন্ম নেয়া গাজী ইসমাইল হোসেন শিরাজী বক্তা হিসাবে খ্যাতিমান ছিলেন। তৎকালীন বাঙালি মুসলমানদের পুনর্জাগরণ ও রাজনৈতিক বিষয়ে তিনি বক্তৃতা করতেন। মুসলিম জনগণের প্রতি তার যেমন প্রেম ছিল তারপরেও তিনি যথা সর্বস্ব উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন। তার মৃত্যুবার্ষিকী নীরবে আসে আর নীরবেই চলে যায়। এই কি পাওনা ছিল তার দেশ ও জাতির কাছে? এই খ্যাতিমান মহাপুরুষের জন্ম-মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে পালন হয় না। তার মৃত্যুতে জাতীয় পত্রিকাগুলোতে কোন বাণীও প্রকাশিত হয় না।
-প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।