Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেহাত সম্পত্তি উদ্ধারে শিগগিরই অভিযান -রাঙ্গা

প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো হতে জঙ্গি ও সন্ত্রাসবাদের মতো অপতৎপরতায় অর্থায়ন যাতে না হয় সেজন্য সর্বস্তরের সমবায়ী ও প্রতিষ্ঠানগুলোকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। একই সঙ্গে শিগগিরই সমবায় খাতের বেহাত সম্পত্তি উদ্ধারে বিশেষ অভিযান শুরু করা হবে। গতকাল বিসিআইসি মিলনায়তনে বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লি.-এর ২৬ তম বার্ষিক সাধারণ সভা ২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহাম্মদ আবুল কাশেম এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবু, সমবায় নিবন্ধক মো. মফিজুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার, সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক মো. নূরে আলম সিদ্দিকী। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বেসরকারি খাতে ব্যাপক শিল্পায়নের ফলে বীমা কোম্পানিসমূহের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। সমবায়ীদের আর্থ-সামাজিক উন্নয়নে চারদশক ধরে বাংলাদেশ কো-অপারেটিভ ইন্সুরেন্স লি. সফলতার সাথে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। এ অগ্রযাত্রা ধরে রাখতে প্রতিষ্ঠানের সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সেবাধর্মী মনোভাব নিয়ে কাজ করতে হবে। তিনি সমবায় অঙ্গনের দুরাবস্থা অবসানের ঘোষণা দিয়ে বলেন, সড়ক পরিবহন সমিতি ও মিল্কভিটাকে কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের সেবার আওতায় আনা হবে। ১৯৮৪ সনে তদানিন্তন ইস্ট পাকিস্তান কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লি.-এর উত্তরসূরী হিসেবে বাংলাদেশ কোÑঅপারেটিভ ইন্স্যুরেন্স লি. প্রতিষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেহাত সম্পত্তি উদ্ধারে শিগগিরই অভিযান -রাঙ্গা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ