পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্টাফ রিপোর্টার : প্রখ্যাত ব্র্যান্ডগুলো এখন ডিজিটাল বিজ্ঞাপনের দিকেই ঝুঁকছে। আর সময়ের সাথে তাল মিলিয়ে দেশে ডিজিটাল সেবার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছে মোবাইল ফোন অপারেটর রবি। সে প্রেক্ষাপটে সম্প্রতি ‘মোবিরিচ’ নামে একটি ডিজিটাল বিজ্ঞাপন প্লাটফরম চালু করেছে অপারেটরটি। এর মাধ্যমে ব্র্যান্ডগুলো তার বার্তা কাক্সিক্ষত গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারছে। প্লাটফরমটির মাধ্যমে বিজ্ঞাপনের সর্বোচ্চ সুফল পাওয়া সম্ভব। এ বিষয়টি ইতোমধ্যে শীর্ষস্থানীয় কর্পোরেট হাউজগুলোর বেশির ভাগেরই নজরে এসেছে। দেশের অন্যতম রিয়েল এস্টেট কোম্পানি প্রাইম অ্যাসেট গ্রæপ মোবিরিচ চালু হওয়ার পর থেকেই প্লাটফরমটি ব্যবহার করছে। মোবিরিচ ব্যবহারের আগে প্রাইম অ্যাসেট গ্রæপ প্রথাগতভাবে লিফলেট বিলি, সংবাদপত্র বা ম্যাগাজিনে বিজ্ঞাপন প্রকাশ ও টেলিভিশনে বিজ্ঞাপন সম্প্রচার করত। কিন্তু মোবিরিচ চালুর পর থেকেই ডিজিটাল বিজ্ঞাপনের সুফল পাওয়া শুরু করেছে প্রাইম অ্যাসেট গ্রæপ। প্রাইম অ্যাসেট গ্রæপের ব্র্যান্ড ম্যানেজার সাইফুদ্দিন বলেন, প্লাটফরমটির মাধ্যমে আমরা সঠিক গ্রাহকের কাছে ডিজিটাল বিজ্ঞাপনটি পৌঁছে দিতে পারছি। বিশেষ করে এ বছর প্রাইম অ্যাসেট গ্রæপের ব্যবসায়িক অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে মোবিরিচ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।