Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনতিবিলম্বে চামড়া সিন্ডিকেট ভেঙ্গে দিন রাবেতাতুল উম্মাহ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২০, ৫:১৬ পিএম

রাবেতাতুল উম্মাহ বাংলাদেশের সভাপতি মাওলানা এনামুল হক মূসা বলেছেন, দেশের অর্থনীতিকে সচল ও শক্তিশালী করতে চামড়া শিল্প অনেক বড় ভূমিকা পালন করে। সারাবিশ্বে পশুর চামড়ার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই হিসাবে আমাদের দেশে পশুর চামড়ার মূল্যও বাড়ার কথা। কিন্তু বিগত কয়েক বছর যাবত চামড়া খাতে একশ্রেণির অসাধু ট্যানারী মালিকদের সিন্ডিকেটের কারণে কোরবানির পশুর চামড়ার মূল্য জ্যামিতিক হারে কমে গেছে। যার দরুণ গত কোরবানির ঈদের সময় ২০০/৩০০ টাকা মূল্যে চামড়া বিক্রি হয়েছে। এমনকি চামড়ার ন্যায্যমূল্য না পেয়ে দেশের অনেক জনগণ কোরবানির পশুর চামড়াকে মাটিতে পুতে, পানিতে ফেলে ও আগুনে পুড়ে প্রতিবাদ জানিয়েছে। তিনি অনতিবিলম্বে চামড়া খাতের সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে ন্যায্যমূল্য প্রদান করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহŸান জানান। তিনি আরো বলেন, কোবানির পশুর চামড়া শুধুমাত্র ব্যবসায়ীক পণ্য নয়। বরং তার সাথে জড়িয়ে রয়েছে দেশের গরীব, দুঃখী ও অসহায় মানুষদের অধিকার। তাদের সেই ন্যায্য অধিকারকে যেন কোন অসাধু সিন্ডিকেট চক্র কেড়ে নিতে না পারে সেদিকেও প্রধানমন্ত্রী সজাগ দৃষ্টি রাখবেন বলে আশা করি।

তিনি আজ বুধবার রাবেতাতুল উম্মাহ বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। পুরানা পল্টনস্থ একটি রেস্টুরেন্টে সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলালের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতি ওমর ফারুক আল-মাদানী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিক উল্লাহ, মাওলানা সানাউল্লাহ আমিনী, মাওলানা আনোয়ার হোসাইন রাজী, অর্থ বিভাগ প্রধান মাওলানা হারুনুর রশিদ ভূইয়া, সমাজ কল্যাণ সহকারী ডা. ইফতেখার আহমদ, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মাদ আমানুল্লাহ রায়পুরী, অফিস সম্পাদক মুফতি মোরশেদ আলম কাসেমী ও নির্বাহী সদস্য মাওলানা আনোয়ার হুসাইন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাবেতাতুল উম্মাহ বাংলাদেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ