Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় দফায় সারা দেশে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : তারেক রহমানের বিরুদ্ধে সাজা দেয়ার প্রতিবাদ অব্যাহত রেখেছে ছাত্রদল। দ্বিতীয় দফায় গতকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। এর আগে বিক্ষোভ মিছিলসহ শিক্ষাঙ্গনে ধর্মঘট কর্মসূচি পালন করে সংগঠনটি।
ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা এ মামলায় জজ আদালত ২০১৩ সালে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেককে খালাস এবং তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদ- দিয়েছিলেন।
ওই রায়ের বিরুদ্ধে আপিলের রায়ে হাইকোর্ট ২১ জুলাই বৃহস্পতিবার মামুনের সাজা বহাল রেখে তারেকের খালাসের রায় বাতিল করেছে। বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারক রহমানকে সাত বছরের কারাদ-ের সঙ্গে করা হয়েছে ২০ কোটি টাকা জরিমানা। মামুনের আপিল খারিজ এবং দুদকের আপিল মঞ্জুর করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ মামলার রায় ঘোষণা করে। বিএনপির অভিযোগ, আদালত সরকারের ‘ইচ্ছা পূরণে’ এই রায় দিয়েছে।
রাজধানীতে বিক্ষোভ : ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহসভাপতি ও চকবাজার থানা ছাত্রদল সভাপতি নাহিদুল ইসলাম নাহিদের নেতৃত্বে চকবাজার থানা ছাত্রদলের মিছিল ৩১ নাম্বার ওয়ার্ড কাউন্সিল কার্যালয় থেকে শুরু হয়ে আরমানিটোলা বেচারাম দেউরি হয়ে মিডফোর্ড গিয়ে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ শাখার ডেমরা থানা ছাত্রদলের মিছিলে নেতৃত্ব দেন থানা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাসেল খান রাকিব, সাধারণ সম্পাদক তাজ মাহমুদ, যুগ্ম সম্পাদক সোহাগ মাহমুদ, যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন আরিফ প্রমুখ।
যাত্রাবাড়ী থানা ছাত্রদলের মিছিলে উপস্থিত ছিলেন মো. হানিফ, মনজুর আলম খান রানা, শামীম মাহমুদসহ অর্ধশতাধিক ছাত্রনেতা। কদমতলী থানা ছাত্রদলের মিছিলে নেতৃত্বদেন সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রাকিব খান। শ্যামপুর থানা ছাত্রদলের মিছিলে নেতৃত্বদেন থনা ছাত্রদলের সাধারন সম্পাদক শওকত খান রাতুল, সাংগঠনিক সম্পাদক হিমন। গেন্ডারিয়া থানা ছাত্রদলের মিছিলে ছিলেন যুগ্ম সম্পাদক জাবেদ হোসেন মুন্না, মাসুদ, শামীম প্রমুখ।
সুত্রাপুর থানা ছাত্রদলের মিছিলে নেতৃত্ব দেন সিনিয়র সভাপতি ইয়াছিন জাবেদ, যুগ্ম সম্পাদক আসাদ হোসেন রুবেল, শাহীন প্রমুখ। কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের মিছিলে নেতৃত্বদেন সাধারন সম্পাদক সোহেল, সাংগঠনিক সম্পাদক নাসির। লালবাগ থানা ছাত্রদলের মিছিলে নেতৃত্বদেন সভাপতি স্বপন, সাধারন সম্পাদক রানা। ওয়ারি থানা ছাত্রদলের মিছিলে ছিলেনÑ৭৭ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি নাহিদ, সূত্রাপুর থানা ছাত্রদল সহ-সাধারণ সম্পাদক রহিম ভূইয়া, ৭৫ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি জে এফ নাঈম, ৭৭ নম্বর ওয়ার্ড ছাত্রদল সহ সাধারণ সম্পাদক আরকে রিগেন প্রমুখ। শাহাজাহানপুর থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল হয় খিলগাও খিদমা হাসপাতালের সামনে। বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন ছাত্রনেতা হিরা, আল আমিন,ঈমন, সোহাগ। ফকিরাপুলে পল্টন থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে কাজী মহিউদ্দিন মাহি, আরিফুল হক আরিফ, মামুন প্রমুখ অংশ নেয়।
নিউ মার্কেট থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় নিউ মার্কেটের সামনের সড়কে। ধানমন্ডী থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ধানমন্ডির ল্যাব এ্যাইডের সামনের সড়কে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন ধানমন্ডি থানা ছাত্রদল সভাপতি জ্যাকি ও সাধারণ সম্পাদক মামুন। মগবাজারে সামনের সড়কে রমনা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন রমনা থানা ছাত্রদল নেতা প্রিন্স, আরাফাত, ওয়াসিম প্রমুখ। মতিঝিল থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পিছনে। বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন মতিঝিল থানা ছাত্রদল নেতা শাকিল ও সোহেল। শাহবাগ থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় শাহবাগে। হাজারিবাগ থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় হাজারিবাগ ট্যানারী মোড়ে। বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন হাজারিবাগ থানা ছাত্রদল নেতা শিপলু ও সাইফুল। মুগদা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মুগদা ট্যাম্পু ষ্ট্যান্ড। আদাবর থানা ছাত্রদল ঢাকা উদ্যান রোড থেকে শুরু করে শিয়া মসজিদ এসে বিক্ষোভ মিছিল শেষ করেন। মিছিলে স্থানীয় ছাত্রদল সভাপতি এইচ এম মোজাম্মেল হক, সাধারন সম্পাদক আল-আমিন,সিনিয়র সহ সভাপতি মোঃ তানভীর রশীদ,সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ভূইয়া রাকিব, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মোসারফ হোসেন প্রমুখ। দারুসসালাম রোডে ডেল্টা মেডিকেলের সামনে থেকে শুরু করে আনসার ক্যাম্পে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন স্থানীয় ছাত্রদল। মিছিলে ছিলেন সিনিয়র যুগ্ন আহবায়ক শ্যামল আহমেদ রাসেল, কুদ্দুছুর রহমান বিপ্লব, রফিকুল ইসলাম জিন্নাহ, জহিরুল ইসলাম জহির প্রমুখ।
মনিপুর স্কুলের সামনে মিছিল করে মিরপুর ছাত্রদল। পীরেরবাগ গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করে। মিছিলে ছিলেন মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি মোঃ ফিরোজ আহমেদ, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান ফয়সাল, মিরপুর থানা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মোঃ রুস্তম প্রমুখ। শাহ-আলী থানা ছাত্রদল রাইনখোলা রোডে বিক্ষোভ মিছিল করেন। শেরে বাংলা নগর থানা ছাত্রদল আগারগাও ভূতত্ত্ব অধিদপ্তর আফিসের সামনে মিছিল করে। মিছিলে উপস্থিত ছিলেন আহবায়ক মো. মুনান হাওলাদার, ছাত্রনেতা সালাহউদ্দিন সজীব, বদিয়ুর জামান প্রমুখ। কাফরুল থানা ছাত্রদল আজ ১টা ২০ মিনিটে ইব্রাহীমপুরে বিক্ষোভ মিছিল করে। পল্লবী থানা ছাত্রদল মিরপুর ১১নং সেকসনের বেনারসি পল্লী রোডে বিক্ষোভ মিছিল করে।
এদিকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় শেরে বাংলা নগর থানা, উত্তরা পশ্চিম থানা,উত্তরা দক্ষিন থানা, গুলশান, বিমান বন্দর থানা, উত্তর খান থানা, বাড্ডা থানা, বৃহত্তর উত্তরা থানা, বাটারা থানা, রামপুরা থানা, ভাষানটেক থানা, উত্তরা পূর্ব থানা, দক্ষিণ খান থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা, খিলক্ষেত থানা, রূপনগর থানা ইউনিটে। স্থানীয় নেতারা এসব মিছিলে অংশ নেয়।
কার্যালয় থেকে শুরু হয়ে আরমানিটোলা বেচারাম দেউরি হয়ে মিডফোর্ড গিয়ে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ শাখার ডেমরা থানা ছাত্রদলের মিছিলে নেতৃত্ব দেন থানা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাসেল খান রাকিব, সাধারণ সম্পাদক তাজ মাহমুদ, যুগ্ম সম্পাদক সোহাগ মাহমুদ, যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন আরিফ প্রমুখ।
যাত্রাবাড়ী থানা ছাত্রদলের মিছিলে উপস্থিত ছিলেন মো. হানিফ, মনজুর আলম খান রানা, শামীম মাহমুদসহ অর্ধশতাধিক ছাত্রনেতা। কদমতলী থানা ছাত্রদলের মিছিলে নেতৃত্বদেন সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রাকিব খান। শ্যামপুর থানা ছাত্রদলের মিছিলে নেতৃত্বদেন থনা ছাত্রদলের সাধারন সম্পাদক শওকত খান রাতুল, সাংগঠনিক সম্পাদক হিমন। গেন্ডারিয়া থানা ছাত্রদলের মিছিলে ছিলেন যুগ্ম সম্পাদক জাবেদ হোসেন মুন্না, মাসুদ, শামীম প্রমুখ।
সুত্রাপুর থানা ছাত্রদলের মিছিলে নেতৃত্ব দেন সিনিয়র সভাপতি ইয়াছিন জাবেদ, যুগ্ম সম্পাদক আসাদ হোসেন রুবেল, শাহীন প্রমুখ। কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের মিছিলে নেতৃত্বদেন সাধারন সম্পাদক সোহেল, সাংগঠনিক সম্পাদক নাসির। লালবাগ থানা ছাত্রদলের মিছিলে নেতৃত্বদেন সভাপতি স্বপন, সাধারন সম্পাদক রানা। ওয়ারি থানা ছাত্রদলের মিছিলে ছিলেনÑ৭৭ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি নাহিদ, সূত্রাপুর থানা ছাত্রদল সহ-সাধারণ সম্পাদক রহিম ভূইয়া, ৭৫ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি জে এফ নাঈম, ৭৭ নম্বর ওয়ার্ড ছাত্রদল সহ সাধারণ সম্পাদক আরকে রিগেন প্রমুখ। শাহাজাহানপুর থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল হয় খিলগাও খিদমা হাসপাতালের সামনে। বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন ছাত্রনেতা হিরা, আল আমিন,ঈমন, সোহাগ। ফকিরাপুলে পল্টন থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে কাজী মহিউদ্দিন মাহি, আরিফুল হক আরিফ, মামুন প্রমুখ অংশ নেয়।
নিউ মার্কেট থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় নিউ মার্কেটের সামনের সড়কে। ধানমন্ডী থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ধানমন্ডির ল্যাব এ্যাইডের সামনের সড়কে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন ধানমন্ডি থানা ছাত্রদল সভাপতি জ্যাকি ও সাধারণ সম্পাদক মামুন। মগবাজারে সামনের সড়কে রমনা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন রমনা থানা ছাত্রদল নেতা প্রিন্স, আরাফাত, ওয়াসিম প্রমুখ। মতিঝিল থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পিছনে। বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন মতিঝিল থানা ছাত্রদল নেতা শাকিল ও সোহেল। শাহবাগ থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় শাহবাগে। হাজারিবাগ থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় হাজারিবাগ ট্যানারী মোড়ে। বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন হাজারিবাগ থানা ছাত্রদল নেতা শিপলু ও সাইফুল। মুগদা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মুগদা ট্যাম্পু ষ্ট্যান্ড। আদাবর থানা ছাত্রদল ঢাকা উদ্যান রোড থেকে শুরু করে শিয়া মসজিদ এসে বিক্ষোভ মিছিল শেষ করেন। মিছিলে স্থানীয় ছাত্রদল সভাপতি এইচ এম মোজাম্মেল হক, সাধারন সম্পাদক আল-আমিন,সিনিয়র সহ সভাপতি মোঃ তানভীর রশীদ,সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ভূইয়া রাকিব, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মোসারফ হোসেন প্রমুখ। দারুসসালাম রোডে ডেল্টা মেডিকেলের সামনে থেকে শুরু করে আনসার ক্যাম্পে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন স্থানীয় ছাত্রদল। মিছিলে ছিলেন সিনিয়র যুগ্ন আহবায়ক শ্যামল আহমেদ রাসেল, কুদ্দুছুর রহমান বিপ্লব, রফিকুল ইসলাম জিন্নাহ, জহিরুল ইসলাম জহির প্রমুখ।
মনিপুর স্কুলের সামনে মিছিল করে মিরপুর ছাত্রদল। পীরেরবাগ গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করে। মিছিলে ছিলেন মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি মোঃ ফিরোজ আহমেদ, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান ফয়সাল, মিরপুর থানা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মোঃ রুস্তম প্রমুখ। শাহ-আলী থানা ছাত্রদল রাইনখোলা রোডে বিক্ষোভ মিছিল করেন। শেরে বাংলা নগর থানা ছাত্রদল আগারগাও ভূতত্ত্ব অধিদপ্তর আফিসের সামনে মিছিল করে। মিছিলে উপস্থিত ছিলেন আহবায়ক মো. মুনান হাওলাদার, ছাত্রনেতা সালাহউদ্দিন সজীব, বদিয়ুর জামান প্রমুখ। কাফরুল থানা ছাত্রদল আজ ১টা ২০ মিনিটে ইব্রাহীমপুরে বিক্ষোভ মিছিল করে। পল্লবী থানা ছাত্রদল মিরপুর ১১নং সেকসনের বেনারসি পল্লী রোডে বিক্ষোভ মিছিল করে।
এদিকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় শেরে বাংলা নগর থানা, উত্তরা পশ্চিম থানা,উত্তরা দক্ষিন থানা, গুলশান, বিমান বন্দর থানা, উত্তর খান থানা, বাড্ডা থানা, বৃহত্তর উত্তরা থানা, বাটারা থানা, রামপুরা থানা, ভাষানটেক থানা, উত্তরা পূর্ব থানা, দক্ষিণ খান থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা, খিলক্ষেত থানা, রূপনগর থানা ইউনিটে। স্থানীয় নেতারা এসব মিছিলে অংশ নেয়।
খুলনায় ছাত্রদলের বিক্ষোভ
খুলনা ব্যুরো জানায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার রায়ের প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্র ঘোষিত থানায় থানায় বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন নজরুল ইসলাম মঞ্জু। গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে সদর ও সোনাডাঙ্গা থানা ছাত্রদলের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ইফতেখার জামান নবীনের সভাপতিত্বে ও আমিন মোহাম্মদের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপিসাধারণ সম্পাদক ও কেসিসি’র মেয়র মনিরুজ্জামান মনি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাফরউল্লাহ খান সাচ্চু, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, শফিকুল আলম তুহিন, মেহেদী হাসান দীপু, শের আলম সান্টু, শেখ সাদী। বিশেষ বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন। কর্মসূচিতে ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম রুবেল, রিয়াজ শাহেদ, ফেরদৌস আলম মিলন, শরিফুল ইসলাম বাবু, মোঃ মাইনুল ইসলাম, হাবিবুর রহমান কাজল, ওবায়দুর রহমান চয়ন প্রমুখ।
নেছারাবাদে বিক্ষোভ মিছিল
নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার রায়ের প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে থানা বিএনপি’র সভাপতি মোঃ ফখরুল আলমের অনুসারী উপজেলা ও পৌর ছাত্রদল। থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমীন সিকদার-এর নেতৃত্বে গতকাল রোববার সকাল ৯টার দিকে উপজেলার বন্দর বাজারের সুপারিপট্টি থেকে ওই মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এপেক্স ক্লিনিক সংলগ্ন অটোস্ট্যান্ডে রাস্তার পাশে এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমীন সিকদার, সাবেক ছাত্র নেতা ওয়াসিম বাহাদুর, মুন্না, এস এম সাব্বির হোসেন, এবং পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ আবির হোসেন প্রমুখ।
মির্জাপুরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, অর্থ পাচার মামলায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ৭ বছরের সাজা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মির্জাপুর কলেজ শাখা ছাত্রদল।
রবিবার দুপুরে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে ছাত্রদল এ বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে। বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয় কলেজ চত্বর প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ফরিদ হোসেন, সম্পাদক সাইদুর রহমান শপথ, পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী প্রমুখ।
গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
গাজীপুর জেলা সংবাদদাতা জানান, ছাত্রদল ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল রোববার টঙ্গীতে পৃথক বিক্ষোভ মিছিল করে গাজীপুর মহানগর ছাত্রদল। জেলা ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক নাজমুল খন্দকার সুমনের নেতৃত্বে জয়দেবপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায়, মহানগর ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায়, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ আলী ও বি.এম শামীমের নেতৃত্বে মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলাকায় পৃথক বিক্ষোভ মিছিল ও পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুর রহমান বাবু, ফারুক হোসেন, আসাদুজ্জামান রাজু, সাওন মোল্লা, মনির হোসেন, সফিকুর রহমান হিমেল, রাসেদুল ইসলাম বাবু, নাজমুল হাসান নাঈম, সোলাইমান কবির, মাহমুদুল হাসান মিরণ, আশরাফুল আলম, মমিন উদ্দিন, সোহেল রানা, মো. রাসেল, আরিফ হোসেন প্রমুখ।
রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির সিনিয়ন ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজার রায়ের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে রোববার বিকালে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন ব্রীজ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের আজিম সরকার, আহমেদ রাজিব, ফায়জুর রহমান বাবলু, মোদাচ্ছের মোল্লা, ওমর ফারুক, এড. শুক্কুর মাহমুদ, সফিক রনী, মাসুম বিল্লাহ, নাদিম মাহমুদ, মামুনুর রহমান, মারুফ মোল্লা, আক্তার হোসেন, মেহেদী রিপন, আল আমিন, গোলাপ হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্বিতীয় দফায় সারা দেশে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ