Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থানা হাজতে আসামি আত্মহত্যা

প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর আদাবর থানা হাজতে আব্দুল মান্নান (৬০) নামে এক আসামি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ বলছে, দুসম্পর্কীয় নাতনিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। হয়তো লজ্জা ও অপমানে তিনি আত্মহত্যা করেছেন। তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, শনিবার রাতে আসামি আব্দুল মান্নানকে নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় গ্রেফতার করা হয়। থানার ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রাতে গায়ের পাঞ্জাবি দিয়ে গলায় ফাঁস দিয়ে আব্দুল মান্নান আত্মহত্যা করেন। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
খিলগাঁও রেলগেটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
এদিকে শনিবার রাত ১টায় খিলগাঁও রেলগেটে এক অজ্ঞাত ব্যক্তি (৩০) ট্রেনেকাটা পড়ে নিহত হয়েছেন। নিহতের পরনে ছিল বেগুনি রঙ্গের ফতুয়া ও জিন্সের প্যান্ট। পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে পাঠিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থানা হাজতে আসামি আত্মহত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ