Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্তির ধর্ম ইসলামকে কলুষিত করছে ধর্মান্ধরা -দুবাইয়ে আওয়ামী নেতৃবৃন্দ

প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : ইসলাম শান্তির ধর্ম। মানুষ খুন করা ইসলাম সমর্থন করে না। ইসলাম ধর্মের নামে যারা এ ধরনের কর্মকা- করে তারা প্রকৃতপক্ষে ইসলামকে কলুষিত করছে। উল্লেখ করে বক্তারা বলেন, একদল ধর্মান্ধ ইসলামের নামে, সন্ত্রাসী কর্মকা-ে মানুষ হত্যায় মেতে উঠেছে। এদের প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা আরো বলেন, সরকারের উন্নয়ন ও অগ্রগতিকে ভালো চোখে দেখছে না একটি দল। তাই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্র করছে তারা। দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর জামান সিআইপি চট্টগ্রামের হাটহাজারীর ২নং ধলই ইউনিয়নের চেযারম্যান নির্বাচিত হওয়ায় গত শুক্রবার সংগঠনটির উদ্যোগে দুবাইস্থ নাইফ ভিউ হোটেলের হলরুমে তাকে দেয়া সংবর্ধনায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সুপ্রকাশ তালুকদার এবং এস.এম কামালের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাই বঙ্গবন্ধু পরিষদ নেতা সাইফউদ্দিন আহমেদ, আরব আমিরাত যুবলীগ সাধারণ সম্পাদক এস.এম নিজাম, শিমুল মোস্তফা, একেএম গোলাম কাদের, এম কামাল, সুপ্রকাশ বড়ুয়া, চট্টগ্রামের ফটিকছড়ির সমিতির হাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হারুনূর রশিদ কালু ও হাটহাজারীর ধলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল মনসুরসহ অন্যান্য অতিথিবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শান্তির ধর্ম ইসলামকে কলুষিত করছে ধর্মান্ধরা -দুবাইয়ে আওয়ামী নেতৃবৃন্দ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ