পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ জানিয়েছেন আগামী ২০২২ সালের মধ্যে ৭০০ কিলোমিটার নতুন পাইপ লাইনে যুক্ত হচ্ছে চট্টগ্রাম ওয়াসা। পরবর্তী ধাপে ১২০০ কিলোমিটার পাইপ লাইন সংযোজনের মাধ্যমে সম্পূর্ণ নতুন লাইনে যুক্ত হবে নগরী। তখন ২৪ ঘণ্টাই বিশুদ্ধ পানি পাওয়া যাবে। গতকাল বৃহস্পতিবার নগরীর শেরশাহ চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে পাইপ লাইন সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে রাঙ্গুনিয়ার শেখ হাসিনা পানি শোধনাগার-২ চালু হলে চট্টগ্রাম ওয়াসায় পানির উৎপাদন আরও ১৪ কোটি লিটার বাড়বে। তখন দৈনিক ৫০ কোটি লিটার পানির সরবরাহ হলে পানির চাহিদা শতভাগ পূরণ হবে। ২০০৯ সালে ওয়াসার পানি সরবরাহ ছিল মাত্র ১৩ কোটি লিটার। নগরবাসী পানি পেত সপ্তায় মাত্র দু’দিন। শেখ হাসিনা পানি শোধনাগার ও মদুনাঘাটে শেখ রাসেল পানি শোধনার বাস্তবায়নের পর এখন সরবরাহের পরিমাণ ৩৬ কোটি লিটার। যা শিগগিরই ৫০ কোটি লিটারে উন্নীত হবে।
চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি স্বপন কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়াসার বোর্ড সদস্য মহসীন কাজী, উপ ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) তাহেরা ফেরদৌস বেগম, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, সচিব শারমিন আলম, প্রকল্প পরিচালক প্রকৌশলী আরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোসাইটির সম্পাদক হাসান ফেরদৌস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।