পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান
সাদিক মামুন, কুমিল্লা থেকে : বাইরে থেকে বোঝার কোনো জো নেই একতলা বাড়িটির একটি কক্ষ অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হয়। বছর দুয়েক আগে থেকেই ওই ঘরের কক্ষে অস্ত্র তৈরি করে তা বিক্রি ও বিভিন্ন নাশকতার কাজে ব্যবহৃত হতো। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২-এর কুমিল্লার একটি বিশেষ আভিযানিক টিম গতকাল শনিবার সন্ধ্যা থেকে আড়াই ঘণ্টার অভিযান চালিয়ে কুমিল্লা নগরীর শুভপুরে সন্ধান পায় অস্ত্র তৈরির কারখানার। ওই কারখানা থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ হাতেনাতে গ্রেফতার করে তিনজনকে।
আগ্নেয়াস্ত্র মজুদ ও তৈরির জোনে পরিণত হয়েছে কুমিল্লা নগরীর শুভপুর গ্রাম। ওই গ্রামের বাগানবাড়ি এলাকার নয়ন ভিলা নামে একটি বাড়িতে বছর দুয়েক আগে গড়ে ওঠে পিস্তল তৈরির কারখানা। বাড়ির মালিক বাহার উদ্দিন বেশ আগেই মারা গেছেন। বাড়ির অন্য সদস্যরা ঢাকায় থাকলেও ওই বাড়িতে মৃত বাহার উদ্দিনের স্ত্রী ও ছোট ছেলে মাজেদুল হক রাজীব চিকিৎসক স্ত্রী কামরুন নাহার সাথীকে নিয়ে থাকতেন বছর দুয়েক আগে স্বামী রাজীবের সাথে বনিবনা না হওয়ায় ডা. সাথী কোলের শিশুপুত্রকে নিয়ে ওই বাড়ি ছেড়ে চলে যান। বাড়িতে রাজীব ও তার বয়োবৃদ্ধ মা থাকেন। একতলা বাড়িটির একটি ইউনিটে ভাড়াটিয়া থাকে। বাকি চার কক্ষের অপর ইউনিটের এক কক্ষে রাজীবের মা, গৃহকর্মী ও আরেক কক্ষে রাজীব থাকেন। রাজীবের থাকার কক্ষের পাশের একটি ছোট কক্ষে গড়ে তোলা হয় দেশিয় পিস্তল তৈরির কারখানা। বাড়িটির পাশে একটি কিন্ডারগার্টেন। আর আশপাশে বিভিন্ন লোকের বসবাস। আবাসিক এলাকা হওয়ায় বাইরে থেকে কারোর বোঝার জো নেই ওই বাড়িতে অস্ত্র তৈরি হয়। আর রাজীবের চালচলনেও কেউ বুঝবে না সে অস্ত্র তৈরি ও ব্যবসার সাথে জড়িত। তবে তার বাড়িতে বিএনপি, ছাত্রদল করে এমন লোকজনের আনাগোনাই বেশি হতো বলে স্থানীয়রা জানান।
শুভপুরের নয়ন ভিলার ওই বাড়িতে বিভিন্ন আগন্তুক প্রকৃতির লোকজনের আনাগোনার কারণে এলাকার বাসিন্দারা বিষয়টি সেেন্দহের চোখে দেখতে থাকে। তার উপর দেশে জঙ্গি, সন্ত্রাসী কর্মকা- মাথাচাড়া দিয়ে ওঠায় স্থানীয় লোকজনেরও সন্দেহ বাড়তে থাকে বাড়িটি ঘিরে। যার ফলে গোপন সংবাদের ওপর ভর করে র্যাব অভিযান চালায় বাড়িতে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় র্যাব ১১, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মো. কায়জার মোস্তফার নেতৃত্বে একটি আভিযানিক টিম ওই বাড়িতে অভিযান চালায়। বাড়িটির চারদিক ঘিরে ফেলার পর র্যাবের একটি টিম ওই ঘরের দুটি কক্ষে তল্লাশি চালাতেই তিন যুবককে পেয়ে যায়। আর ওই কক্ষেই তারা অস্ত্র তৈরির কাজটি করছিল। ব্যস, হাতেনাতে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ তাদের আটক করে ঘরের অন্যান্য কক্ষে তল্লাশি চালানো হয়। আটক তিন যুবকের মধ্যে রয়েছে ওই বাড়ির ছোট ছেলে মাজেদুল হক রাজীব (৩৫), কুমিল্লা নগরীর উত্তর চর্থার নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম রনি ওরফে ভাগিনা রনি (৩৫) ও কুমিল্লা সদরের পাঁচথুবি গোলাবাড়ি গ্রামের মৃত সামসুল হক ভূইয়া ছেলে শহীদুল হক ভূইয়া (৩২)। র্যাব ১১, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মো. কায়জার মোস্তফা জানান, গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি জানার পর নিশ্চিত হয়েই অভিযান চালানো হয় শুভপুরের নয়ন ভিলা নামের বাড়িটিতে। এ আর সেই কক্ষ থেকেই অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে। সরঞ্জামের পরিমাণ ও নমুনা দেখে ধারণা করা হচ্ছে তারা সপ্তাহে অন্তত তিনটি পিস্তল তৈরি করত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।