Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনের আগে বিএনপি-জামায়াতকে খুঁজে পাওয়া যাবে না -নাসিম

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের যে প্রান্তে লুকিয়ে থাকুক না কেন জঙ্গিদের ধরে আইনের আওতায় আনা হবে। শনিবার দুপুরে মাগুরা সদর হাসপাতাল প্রাঙ্গণে স্বাস্থ্য বিভাগ আয়োজিত কমিউনিটি ক্লিনিকের ব্রান্ডিংয়ের এক্টিভিশন ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে গুলশান ও কল্যাণপুরে সফলতার সাথে জঙ্গিদের দমন করা হয়েছে। তিনি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ঐক্যের ডাককে ভাঁওতাবাজি বলে উল্লেখ করে তাকে জঙ্গিবাদের মদদদাতা আখ্যায়িত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূল সম্ভব। আওয়ামী লীগ মানুষের প্রাণ বাঁচায় আর বিএনপি-জামায়াত মানুষের জীবন নিয়ে রাজনীতি করে। মাগুরার সিভিল সার্জন ডা. এফবিএম আব্দুল লতিফের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এড. বীরেন শিকদার,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মুহম্মাদ, ক্রিয়েটিভ মিডিয়া লিঃ-এর চেয়ারম্যান সৈয়দ বোরহান কবীর, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এড. সাইফুজ্জামান শিখর প্রমুখ। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের স্বাধীনতার পক্ষের জনগণ সকল ষড়যন্ত্র প্রতিরোধের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। দেশে কোন অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সকল প্রকার সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে সক্ষম। তিনি জনগণের পাশে দাঁড়িয়ে স্বাধীনতাবিরোধীদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে দলের ও ১৪ দলীয় জোটের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। মন্ত্রী কমিউনিটি ক্লিনিকের নতুন লোগো ও সেøাগান সম্বলিত সাইনবোর্ড উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পরে বিকেলে মহম্মাদপুর উপজেলা সদরে ১৪ দল আয়োজিত জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণসচেতনতা ও প্রতিরোধ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত জনসভায় বক্তব্য দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচনের আগে বিএনপি-জামায়াতকে খুঁজে পাওয়া যাবে না -নাসিম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ