পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দুর্গত মানুষের প্রতি গভীর দৃষ্টি দিতে হবে। দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ বন্যা কবলিত। হাজার হাজার ঘর বাড়ি নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে। বন্যা দুর্গত অসহায় মানুষ খাদ্য পানীয় ও চিকিৎসা সঙ্কটে আজ দিশেহারা। অথচ সরকার এ ব্যাপারে নির্বিকার। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতী মুসা বিন ইযহার আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, করোনার ভয়াবহ তান্ডবে দেশ আজ বিপর্যস্ত। নিম্ন ও মধ্যবিত্ত মানুষেরা বর্ণনাতীত দুরাবস্থার মাঝে মানবেতর জীবন যাপন করছে। কিন্তু এসকল মানুষের মধ্যে সরকারের কোন উল্লেখযোগ্য সহায়তামূলক তৎপরতা দৃশ্যমান নয়। তিনি দলমত নির্বিশেষে সকলকে বন্যা দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান। মহানগর নেতৃবৃন্দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, মহানগর আমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবু তাহের খান, নায়েবে আমীর মুফতী দ্বীনে আলম হারুনী, সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ আলম, মাওলানা মামুন তালুকদার, মাওলানা মুহিববুল হাসান, মুফতী মহিউদ্দিন মুঈন ও ক্বারী তালহা বেলালী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।