Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেস্ট ইলেকট্রনিক্সের নতুন ১১ শো-রুম

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

দেশে মাল্টি ব্র্যান্ডের গার্হস্থ্য ইলেকট্রনিক্স সামগ্রী বাজারজাতকারী প্রতিষ্ঠান বেস্ট ইলেকট্রনিক্স লিঃ আজ সারা দেশে একযোগে আরও ১১টি নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। শো-রুমগুলো হলো ঢাকার টিপু সুলতান রোড, রামপুরা, কুমিল্লার রাজগঞ্জ, ফেনী, গাজীপুরের টঙ্গী, জয়দেবপুর, টাঙ্গাইলের ভিক্টোরিয়া রোড, পাবনা, রংপুর, চাঁপাই নবাবগঞ্জ ও গোপালগঞ্জ শো-রুম।
বেস্ট ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আছাদুজ্জামান, কোনিয়ন ব্র্যান্ডের ব্র্যান্ড এ্যাম্বেসেডর জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার ও মোঃ রফিক, বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশনস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদার এবং বেস্ট ইলেকট্রনিক্স লিঃ-এর পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক আনুষ্ঠানিকভাবে ঢাকার একটি শো-রুম উদ্বোধন করেন। অনুষ্ঠানে কোম্পানীর কয়েকজন শো-রুম ম্যানেজার, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বেস্ট ইলেকট্রনিক্স লিঃ যাত্রা শুরুর পর থেকে দেশব্যাপী এই পর্যন্ত প্রায় ৮০টিরও অধিক নিজস্ব শো-রুম পরিচালনার মাধ্যমে ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে নগদ ও সহজ কিস্তিতে আন্তর্জাতিক মানসম্পন্ন মাল্টি ব্র্যান্ডের গার্হস্থ্য ইলেকট্রনিক্স সামগ্রী বাজারজাত করছেন। - প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেস্ট ইলেকট্রনিক্সের নতুন ১১ শো-রুম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ