Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

১০০ টাকার প্রাইজবন্ডের ৮৪তম ড্র আজ

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : একশ’ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৮৪তম ড্র আজ অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে এ ‘ড্র’ অনুষ্ঠিত হবে। আগামীকাল কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় ড্র-এর ফলাফল প্রকাশিত হবে। বাংলাদেশ প্রাইজবন্ড ড্র বছরে চারবার অর্থাৎ প্রতি তিনমাস অন্তর অনুষ্ঠিত হয়। বছরের ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর তারিখে ড্র হওয়ার তারিখ নির্ধারিত আছে। নির্ধারিত তারিখে কোনো সরকারি ছুটি থাকলে ছুটির পর সরকারি কার্যদিবসে এই ড্র অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২ মে বাংলাদেশ প্রাইজবন্ডের ৮৩তম ড্র অনুষ্ঠিত হয়। ৩০ এপ্রিল সরকারি ছুটি হওয়ায় পরিবর্তিত তারিখে এই ড্র হয়েছিল। একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রতি সিরিজের জন্য একই নম্বর) প্রাইজন্ডের ড্র পরিচালিত হয়। বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৪৩টি সিরিজ যথা: কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ এবং খন এই ড্রর আওতাভুক্ত। উপরিউক্ত সিরিজগুলোর অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ড্র’তে ছয় লাখ টাকার একটি, তিন লাখ ২৫ হাজার টাকার একটি, এক লাখ টাকার দু’টি, ৫০ হাজার টাকার দু’টি এবং ১০ হাজার টাকার ৪০টিসহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১০০ টাকার প্রাইজবন্ডের ৮৪তম ড্র আজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ