Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা মোকাবিলায় স্বাস্থ্যসেবা চুক্তি সামিট-বিএসএইচের

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২০, ৫:৫৯ পিএম

বাংলাদেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় অবকাঠামো উন্নয়নকারি প্রতিষ্ঠান সামিট গ্রুপ, করোনা মোকাবিলার উদ্দেশ্যে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের সাথে স্বাস্থ্যসেবা চুক্তি সম্পন্ন করেছে। সামিটের ব্যবসায়িক উদ্যোগের মধ্যে রয়েছে বিদ্যুৎ উৎপাদন, টেলি-যোগাযোগ, ইন্টারনেট সেবা, জ্বালানি আমদানি এবং বন্দর ব্যবস্থাপনা । সাম্প্রতিক লকডাউনের সময় এই সেবাসমূহ বাংলাদেশ সরকার নির্ধারিত ‘জরুরী সেবা’ হিসেবে চিহ্নিত করা হয়। সামিটের কর্মকর্তারা এই সময়ে প্রয়োজনীয় সেবাসমূহ সরবরাহের জন্যে নিরলসভাবে কাজ করছে। তাই সামিটের কর্মকর্তা ও তাদের পরিবারের চিকিৎসা সহায়তার লক্ষ্যে এই কৌশলগত স্বাস্থ্যসেবা চুক্তিটি করা হয়েছে।

সামিটের অংশীদার ও জাপানের বৃহত্তম জ্বালানি খাতের প্রতিষ্ঠান জেরা, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালকে চারটি ভেন্টিলেটর এবং একটি আরটি-পিসিআর মেশিন দিয়েছে। সামিট করপোরেশন এবং সামিট হোল্ডিংস এর অঙ্গপ্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ছয় হাজারেরও অধিক।

সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, সামিটের কর্মকর্তারা আমাদের সেরা সম্পদ। আমি আনন্দিত যে আমরা আমাদের বাংলাদেশী কর্মকর্তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারছি এমন একটা সময়ে যখন কোভিড সংক্রান্ত সেবা বিশ্বে একেবারেই অপ্রতুল।

জেরা’র প্রেসিডেন্ট সাতোশি অনোডা বলেন, আমরা আমাদের অন্যতম মূল ব্যবসায়িক অংশীদার সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের সাথে জ্বালানি ব্যবসার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছি। এই উদ্যোগের সূচনা ঘটে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের অনুরোধে। সামিট গ্রুপ বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় গৃহীত বিভিন্ন পদক্ষেপে সহায়তা করছে। আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে সরবরাহকৃত চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলার ক্ষেত্রে সাহায্য করবে এবং এই পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে।

উক্ত ভার্চুয়াল সভায় আরও উপস্থিত ছিলেন সামিট গ্রুপের ভাইস-চেয়ারম্যান মো. ফরিদ খান, মো. লতিফ খান, সামিট গ্রুপের পরিচালক আজিজা আজিজ খান, ফাদিয়া খান এবং সালমান খান, সামিট গ্রুপের উপদেষ্টা রিয়ার এডমিরাল রিয়াজউদ্দীন আহমেদ (অব.), সামিট কমিউনিকেশনসের এমডি এন্ড সিইও আরিফ আল ইসলাম, সামিট গাজীপুর পাওয়ারের এমডি প্রকৌশলী মোজাম্মেল হোসেন, সামিট টেকনোপলিসের এমডি আবু রেজা খান, সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানীর এমডি এন্ড সিইও প্রকৌশলী এস এম নূর উদ্দিন এবং বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান ডা. মাহবুবুর রহমান চৌধুরীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুক্তি স্বাক্ষর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ