Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় বন্দুকযুদ্ধে জহুরুল বাহিনী প্রধান নিহত

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
পাবনা জেলা ও ঈশ্বরদী সংবাদদাতা : র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত জহরুল বাহিনীর প্রধান ডাকাত সর্দার নিহত হওয়া ঘটনা নিয়ে র‌্যাব-১২ পাবনা গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, আট-দশজনের একটি সশস্ত্র ডাকাত দল পাবনা জেলার ঈশ্বরদী থানার সলিমপুর ইউনিয়নের জনৈক মো. আতিয়ার রহমানের আম ও লিচু বাগান এলাকায় ডাকাতির পূর্বপ্রস্তুতিকল্পে অবস্থান করছে। এই সংবাদ পাওয়ামাত্রই অভিযানে গেলে ঘটনাস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসী দলের সদস্যরা গুলিবর্ষণ শুরু করে। এ সময় র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এভাবে প্রায় ৩০ মিনিট পাল্টাপাল্টি গুলিবর্ষণ চলতে থাকে। এরই একপর্যায় সশস্ত্র সন্ত্রাসীরা পিছু হটে এবং পালিয়ে যায়। এরপর স্থানীয় জনগণসহ র‌্যাব সদস্যরা ওই বাগানের ভেতরে প্রবেশ করলে সেখানে একজন ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিকভাবে র‌্যাব সদস্যরা তাকে চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই গুলাগুলির ঘটনায় ২ জন র‌্যাব সদস্য আঘাতপ্রাপ্ত হন এবং তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ১টি বিদেশী রিভালবার, ৩ রাউন্ড গুলি এবং ৩টি রামদা উদ্ধার করা হয়। স্থানীয়ভাবে জিজ্ঞাসাবাদ ও হাসপাতালে উপস্থিত বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির আত্মীয়স্বজনের কাছ থেকে তার নাম ও ঠিকানা জানা যায়। নিহত ব্যক্তির নাম মো. জহুরুল ইসলাম (৩২), পিতা-মো. বরাত আলী ম-ল, সাকিন-পঙ্খরোয়া, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ বলে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাবনায় বন্দুকযুদ্ধে জহুরুল বাহিনী প্রধান নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ