Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইনকিলাবের বিরুদ্ধে মামলা করে ৭৫ এর চরিত্র প্রকাশ -জাতীয় শিক্ষক ফোরাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২০, ৬:১৭ পিএম

জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মাওলানা এবিএম জাকারিয়া আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বলেছেন, সম্পাদক আলহাজ এএমএম বাহাউদ্দীন ও সংশ্লিষ্ট রিপোর্টারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের মধ্য দিয়ে বর্তমান সরকার তাদের ৭৫’ এর চরিত্রকে প্রকাশ করেছে। ৭৫ সালে মাত্র ৪টি পত্রিকা বাদে সব পত্রিকা বন্ধ করে দিয়েছিলো তৎকালীন সরকার। নেতৃদ্বয় বলেন, মামলা করে, ভয়ভীতি প্রদর্শন করে দৈনিক ইনকিলাবের অগ্রযাত্রা ঠেকানো যাবে না। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে তথাকথিত কালাকানুনটি প্রণয়ন করা হয়েছে মত প্রকাশের পথরূদ্ধ করতেই। গণমাধ্যম ও নাগরিকদের বিরুদ্ধে কথায় কথায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার মেনে নেয়া যায় না। তারা অবিলম্বে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং উল্লেখিত কালাকানুনটি বাতিলের দাবি জানান। ষড়যন্ত্র করে সত্য প্রকাশে নির্ভীক দৈনিক ইনকিলাবের অগ্রযাত্রা রুখা যাবে না বলেও তারা উল্লেখ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ