পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : নিশীথ কুমার সরকার বেসরকারি বীমা খাতের শীর্ষ সংস্থা বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসাবে যোগ দিয়েছেন। গতকাল বুধবার তিনি ওই পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনে যোগদানের আগে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া এডিপিসি, ব্যাংকক থেকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমা করেন। চাকরিজীবনে তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে জনাব সরকার বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন।
তারপর তিনি বিসিএসের মাধ্যমে ১৯৮৩ সালে ম্যাজিস্ট্রেট হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। পরে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব ও উপসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে অবসর গ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।