Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চসিকের ভ্রাম্যমান আদালত বিভিন্ন প্রতিষ্ঠানকে পৌনে ২ লাখ টাকা জরিমানা করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন গতকাল (বৃহস্পতিবার) এ আদালত পরিচালনা করেন। অভিযানকালে সদরঘাট এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী প্রস্তুত ও পরিবেশন এবং মেয়াদোত্তীর্ণ, উৎপাদন তারিখ বিহীন পণ্য মোড়কজাত করার অপরাধে ভোক্তা অধিকার আইনে কর্ণফুলী হোটেলকে ১০ হাজার টাকা, জনতা বেকারিকে ৩০ হাজার টাকা, স্ট্যান্ড রোড ক্যাফে নেওয়াজকে ২০ হাজার টাকা, কবি নজরুল ইসলাম রোডে মোহাম্মদীয়া হোটেলকে ৩০ হাজার টাকা, মদিনা হোটেলকে ৩০ হাজার টাকা এবং সিটি কর্পোরেশন আইনে মাঝিরঘাট রোডের ষ্টার হোটেলকে ১০ হাজার টাকা, ডিটি রোডের আবরার হোটেলকে ১০ হাজার টাকা, সদরঘাট রোডের মুনষ্টার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আদালত বায়েজিদ বোস্তামী থানাধীন নয়াহাট সংলগ্ন অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের পাশে সিটি কর্পোরেশনের নর্দমায় বালি ফেলে ভরাট করার অপরাধে জলধারা সংরক্ষণ আইনে জামান প্রপার্টি ডেভেলপমেন্টকে ১৫ হাজার টাকাসহ মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা-কর্মচারীগণ, সদরঘাট থানা, বায়েজিদ বোস্তামী থানা, মহানগর পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ