Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে তৃণমূল সমবায়ীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহত্তর ঐক্য ডাকে সাড়া দিয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে তৃণমূল সমবায়ীদের প্রতিরোধ গড়ে তুলতে দেশের সর্বস্তরের সমবায়ীদের প্রতি আহবান জানিয়েছেন। গতকাল মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে বাংলাদেশ সমবায় ব্যাংক লি. এর ৩৯তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মালেক এমপি, আব্দুল আউয়াল এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব সরদার আবুল কালাম আজাদ ও ভাইস চেয়ারম্যান চৌধুরী মো. আফজাল হোসেন। প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকার ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দিলেও সমবায়ী কৃষকগণ বঞ্চিত হন। গত মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমবায় বান্ধব সরকার এ মুনাফা ও দÐ মুনাফা বাবদ সমবায় ব্যাংকের অনুক‚লে প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়। এতে করে দেশের কয়েক লাখ দরিদ্র সমবায়ী কৃষক ও সমবায় সমিতি উপকৃত হয়। ফলে সার্বিক কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়েছে। রাঙ্গাঁ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে সমবায় আন্দোলনের শুভ সূচনা করেন। বর্তমান সরকারের ভিশন ও উন্নয়ন ভাবনা বাস্তবায়নে সমবায় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গ্রামীণ কৃষি ও অকৃষি খাতে জামানত বিহীন সহজ শর্ত ও নামমাত্র মুনাফায় দেশব্যাপী ১০০টি সমবায় সমিতিটিকে প্রায় ১৩ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে। এ প্রতিষ্ঠানটি মধ্যসত্বভোগীদের দৌরাত্ত¡ বন্ধে কৃষক ও ভোক্তার অধিকার সুরক্ষায় সমবায় বিপণন পদ্ধতি চালু করেছে। তিনি সমবায় আইনের কিছু ধারা শিথিল করে সমবায়ীদের সরকারের ঘূর্ণায়মান তহবিল পেতে ও পুরনো কৃষিঋণ মওকুফে সহায়তার আশ্বাস দেন। তিনি সমবায় ব্যাংকের বিরাজমান সমস্যাবলী সমাধানে ৭ (সাত) সদস্যের কমিটি গঠনেরও ঘোষণা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে তৃণমূল সমবায়ীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ