পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার ঃ পণ্য পরিবেশকদের নিয়ে সম্মেলন করেছে আরএফএল। গাজীপুরে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্প্রতি অনুষ্ঠিত এ সম্মেলনে আরএফএলের পণ্য পরিবেশনের সাথে সম্পৃক্ত ১৫ হাজার পরিবেশক অংশ নেন। এ ব্যবসায়িক সম্মেলনে আরএফএলের গৃহস্থালি প্লাস্টিকস্, স্টেশনারি, রিগ্যাল ফার্নিচার, গৃহনির্মাণ, ইলেকট্রনিক্স, কাস্ট-আয়রন ও স্টিলসহ আরএফএলের বিভিন্ন পণ্যের পরিবেশকরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী জানান, বিশ্বের ৩৮টি দেশে আরএফএল পণ্য রপ্তানি হচ্ছে। তিনি পরবর্তী প্রজন্মের জন্য সারা বিশ্বে আরএফএল কোম্পানিকে প্রতিষ্ঠিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরিবেশকদের উদ্দেশে আহসান খান বলেন, আমাদের লক্ষ্য নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে মানসম্পন্ন পণ্য উৎপাদন করে যৌক্তিক মূল্যে দেশসহ সারা বিশ্বে তা পৌঁছে দেয়া। ক্রেতাদের সর্বোত্তম সেবা প্রদান ও তাদের চাহিদার প্রতি মনোযোগ দেয়ার কথা বলেন পরিবেশকদেরকে। অনুষ্ঠানে আরএফএলের পরিচালক আর এন পাল, আরএফএল প্লাস্টিকস্, ডিউরেবল প্লাস্টিকস্, বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস, স্টেসনারি, ইলেকট্রনিক্স ও আরএমআইএল এর চিফ অপারেটিং অফিসার, হেড অফ অপারেশন, হেড অফ মার্কেটিং, সেলস্, ডিস্ট্রিবিউশন ও প্রডাকশনসহ সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। সম্মেলনে সেরা পরিবেশকদের পুরস্কৃত করা হয়। দুই পর্যায়ে অনুষ্ঠিত পরিবেশকদের এ মিলনমেলায় আরএফএলের পণ্যদূত মৌসুমী, জাহিদ হাসান, চিত্রনায়ক রিয়াজ ও মিরাক্কেল বিজয়ী আবু হেনা রনি উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।