Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনেও জ্বালানি উপদেষ্টার দায়িত্বে তৌফিক ইলাহী চৌধুরী

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনেও জ্বালানি উপদেষ্টার দায়িত্ব  পেয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এক আদেশে মন্ত্রী পদমর্যাদায় থাকা প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বীর বিক্রম খেতাবধারী ড. তৌফিক-ই-ইলাহীকে বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে ছয় মাসের জন্য জাতিসংঘে ওই দায়িত্ব দিয়েছে। যোগদানের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে আদেশে বলা হয়। ড. তৌফিক-ই-ইলাহী ১৯৪৫ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেয়ার পর ১৯৭১ সালে তিনি তখনকার মেহেরপুর মহকুমার প্রশাসকের দায়িত্বে ছিলেন। ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়লে তিনি সশস্ত্র যুদ্ধে নামেন। যুদ্ধ করেছেন ৮ নম্বর সেক্টরে। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য বীরবিক্রম খেতাবপ্রাপ্ত তৌফিক-ই-ইলাহী স্বাধীনতার পর প্রশাসনে যোগ দিয়ে সচিব হিসেবে অবসরে যান। ২০০৯ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে শপথ নেয়ার পর জ্বালানিবিষয়ক উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেন। আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর ২০১৪ সালে আবারও তাকে একই পদে নিয়োগ দেয়া হয়। ৬৯ বছর বয়সী তৌফিক-ই- ইলাহী দুই মেয়ের বাবা, তার স্ত্রীর নাম আসমা চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনেও জ্বালানি উপদেষ্টার দায়িত্বে তৌফিক ইলাহী চৌধুরী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ