Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনলাইনে যুক্তরাজ্যের নতুন ভিসা ফর্ম

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম


কূটনৈতিক সংবাদদাতা ঃ যুক্তরাজ্য ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করার জন্য বাংলাদেশে অনলাইনে আবেদন ফর্মের নতুন ভার্সন চালু করেছে। ব্রিটিশ হাইকমিশন গতকাল (বৃহস্পতিবার) জানায়, বাংলাদেশে ভিসা প্রার্থীরা যুক্তরাজ্য সফরে যেতে এখন নতুন অনলাইন ফর্মে সহজে ভিসার জন্য আবেদন করতে পারবেন। ‘অ্যাকসেস ইউকে’ শিরোনামে নতুন ফর্মে যৌক্তিক কিছু প্রশ্ন,  মোবাইল বান্ধব ফরমেট এবং সহজলব্ধ ডাউনলোড এবং একটি  ছোট ফর্মসহ গ্রাহকদের বেশ কিছু সুবিধা দিয়েছে। হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রাহকদের আবেদনের জন্য আবেদন ফর্মটি বাংলায় করার প্রক্রিয়া চলছে। ২০১৪ সালের জুন মাসে চীনে অ্যাকসেস ইউকে চালু করে সফলতা পাবার পর এখন বিশ্বের বিভিন্ন দেশে এটি চালু করা হচ্ছে। ব্রিটিশ হাইকমিশনার আলিসন ব্লেক বলেন, ব্যবসায়ীদের জন্য ব্রিটেন উন্মুক্ত এবং আমরা যুক্তরাজ্যে ভ্রমণে উৎসাহিত করছি। তিনি বলেন, বাংলাদেশী ভিসা আবেদনকারীরা এখন খুব সহজেই নতুন ভিসা ফর্ম পাবেন এবং সহজে এটি ব্যবহার করতে পারবেন।www.gov.uk/apply-uk-visa  অ্যাকসেস ইউকে ভিসা ফর্ম পাওয়া যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনলাইনে যুক্তরাজ্যের নতুন ভিসা ফর্ম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ