Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল সিঙ্গাপুর

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : বাংলাদেশে সফররত সিঙ্গাপুরের নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার এবিষয়ক সতর্কতা জারি করা হয়।
সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভ্রমণ সতর্ক বার্তায় বলা হয়, বাংলাদেশে অবস্থানরত সিঙ্গাপুরের নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের পাশাপাশি স্থানীয় সংবাদ মনিটরিংয়ের পাশাপাশি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়া হয়।
নোটিশে বলা হয়, সিঙ্গাপুরের নাগরিকদের সব জায়গায় সতর্ক থাকা উচিতÑ জনসমাগম, ভিড় এবং বিদেশিদের সমাগম হয় এমন এলাকা এড়িয়ে চলুন।
প্রসঙ্গত, চলতি জুলাই মাসের ১ তারিখে গুলশানে হলি আর্টিজানে হামলার প্রেক্ষিতে অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর সিঙ্গাপুর তার নাগরিকদের সতর্ক করল। গত বুধবার ব্রিটিশ কাউন্সিল নিরাপত্তা আশঙ্কায় তাদের বাংলাদেশ কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল সিঙ্গাপুর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ