পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য ফেরদৌসী ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩৩৮ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি বর্তমানে ঢাকার সংসদ সদস্য ভবনে (ন্যাম ভবনে) আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
গতকাল তিনি ফোনে ইনকিলাবকে এ তথ্য জানিয়ে বলেন, গত ২২ তারিখ নমুনা পরীক্ষার জন্য দেয়া হয়েছিল। বুধবার রিপোর্ট পজিটিভ আসে। জ্বরসহ কিছু উপসর্গ রয়েছে। তবে জ্বর আগের তুলনায় কম। পরিবারের অন্য সদস্যদেরও জ্বর দেখা দিয়েছে। তাদের নমুনা গতকাল পরীক্ষার জন্য দেয়া হয়েছে। এ পর্যন্ত ১৭ সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে কোনো নারী সংসদ সদস্যের আক্রান্ত হওয়ার ঘটনা এই প্রথম।
আক্রান্তদের মধ্যে তিনজন মন্ত্রিসভার সদস্য। এছাড়া ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুর পর জানা যায়, তিনিও কোভিড-১৯ আক্রান্ত ছিলেন। একমাত্র মোকাব্বির খান ছাড়া আক্রান্তদের সবাই আওয়ামী লীগের এমপি। তাদের কয়েকজন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।