Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতিহাস গড়লেন হিলারি

প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ডেমোক্রেটিক পার্টির চূড়ান্ত মনোনয়ন লাভ
ইনকিলাব ডেস্ক : ইতিহাস সৃষ্টি করলেন হিলারি ক্লিনটন। মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তাকে প্রার্থী ঘোষণা করেছে ডেমোক্রেটিক পার্টি। দেশটির ইতিহাসে তিনিই হলেন প্রধান কোনো রাজনৈতিক দলের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের জাতীয়
কনভেনশনে হিলারিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মনোনয়ন নিশ্চিত হলো হিলারির। ১৩ মাসের মনোনয়নযুদ্ধ শেষে হিলারিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করল ডেমোক্রেটরা। তাই বলা যায়, ২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে যিনি আসছেন, তিনি একজন মহিলা। এই প্রথম যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রথম কোনো নারী একজন পুরুষ প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। সাবেক ফার্স্টলেডি ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অনেক কিছুরই প্রথম হয়ে থাকবেন। আর একটি ধাপ পেরোলেই তিনি হবেন বিশ্বের প্রতাপশালী দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট।
এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের বার্নি স্যান্ডার্স দলীয় সম্মেলনে বক্তৃতাকালে হিলারি ক্লিনটনকে হোয়াইট হাউজে বসাতে ডেমোক্রেটিকদের আহবান জানিয়েছেন। ভারমন্ট থেকে নির্বাচিত সিনেটর স্যান্ডার্স ফিলাডেলফিয়ায় মঞ্চে ওঠার পর তাকে তিন মিনিট ধরে করতালি দিয়ে সংবর্ধনা জানানো হয়। তিনি উচ্ছ্বসিত উপস্থিতির উদ্দেশে বলেন, হিলারি অবশ্যই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন।
স্যান্ডার্স আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প যখন একের পর এক গ্রুপকে অপমান করছেন তখন হিলারি ক্লিনটন বুঝতে পেরেছেন, বৈচিত্র্যই আমাদের বৃহত্তম শক্তি। এসময় আগত ডেলিগেটদের অনেকে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন। আবার কেউ কেউ দুয়োধ্বনি করেন। এরইমধ্যে স্যান্ডার্স বলেন, ধ্যান-ধারণা ও নেতৃত্বের বিচারে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে হিলারিই সবচেয়ে ভাল এবং তিনিই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন। তিনি বলেন, ‘হিলারি ক্লিনটন একজন অসামান্য প্রেসিডেন্ট হবেন এবং আমি আজ রাতে এখানে তার পাশে দাঁড়িয়ে গর্বিত।’ স্যান্ডার্স বলেন, যে প্রার্থী যুক্তরাষ্ট্রের প্রকৃত সমস্যা কি তা অনুধাবন এবং এর যথাযথ সমাধান করবেন তাকে বাছাই করতে এ নির্বাচন। বিবিসি, রয়টার্স, এপি, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইতিহাস গড়লেন হিলারি

২৮ জুলাই, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ