পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
লক্ষীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের কুয়েত কান্ডে কেঁচো খুঁড়তে সাপ বের হচ্ছে। মানব ও অর্থপাচারের দায়ে কুয়েতে বন্দী পাপুলের সঙ্গে লেনদেনকারীদের খুঁজছে সে দেশের পুলিশ। পাপুলের মানবপাচারের সঙ্গে জড়িত থাকায় আরও দুই জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সেখানে পাপুলের মানবপাচারের পক্ষ্যে সাফাই গেয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবুল কালাম আজাদ। তিনি পাপুলের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছিলেন। কুয়েতি পত্রিকা আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়; অর্থপাচার-মানবপাচার অভিযোগে অভিযুক্ত পাপুলের কাছ থেকে অবৈধ সুযোগ নেয়া কুয়েতের বিভিন্ন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীদের নাম বের হয়ে আসছে তদন্তে।
পাপুলের বিরুদ্ধে ৫টি অভিযোগের তদন্ত করা হচ্ছে।প্রতিবেদনে বলা হয়, পাপুলের মামলার তদন্তের কাজ চলছে। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের একজন ঘুষ হিসেবে প্রায় ২৮ কোটি টাকার চেক নিয়েছেন।সংবাদমাধ্যমটি জানায়, ইতোমধ্যে পাপুলের প্রতিষ্ঠান থেকে কাগজপত্র ও চুক্তিপত্র জব্দ করার নির্দেশ দিয়েছে কুয়েতের সরকারি কৌঁসুলিরা। এর আগে, পাপুল ও তার প্রতিষ্ঠানের প্রায় ১৩৮ কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার জন্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করে সরকারি কৌঁসুলিরা। কুয়েতে গ্রেফতার পাপুলের গ্রেফতার নিয়ে তোলপাড় হলেও সেখানে বাংলাদেশ দূতাবাস রহস্যজনক ভূমিকা পালন করে। গ্রেফতারের ১৬ দিন পরও রাষ্ট্রদূত আবুল কালাম আজাদ জানান, তার কাছে কোনো তথ্য নেই।
অথচ কুয়েতে প্রকাশিত খবরে দেখা যায় গত ফেব্রুয়ারি মাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে রাষ্ট্রদূতের পাঠানো চিঠিতে দাবি করা হয় পাপুলের বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যে। কুয়েতের আল কাবাস পত্রিকার সাংবাদিককে দূতাবাসের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে; একইসঙ্গে কুয়েতের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল এভিডেন্স থেকে পাপুলকে গুড কন্ট্রাক সার্টিফিকেট এবং নট কনভিকটেড মর্মে উল্লেখ করার কথাও বলা হয়। এ চিঠিতে মোট ৩ বার সব অভিযোগ মিথ্যে বলে দাবি করেন রাষ্ট্রদূত।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বোধহয় চিঠি দিয়েছিলেন, এটা হয়তো ব্যক্তিগত চিঠি, আমি জানি না। অবশ্যই বড় অ্যাকশন হবে। আমরা ইতিমধ্যে কুয়েতের জন্য নতুন রাষ্ট্রদূত পাঠানোর জন্য কর্মপন্থা নির্ধারণ করেছি।
এদিকে পাপুল, তার স্ত্রী মহিলা সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিনের ব্যক্তিগত ও ব্যবসায়ীক দেশি-বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা সব ব্যাংক হিসাব স্থগিত আদেশের জন্য অনুরোধ করে দুদক বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।