Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেগমগঞ্জে যুবলীগের সংঘর্ষে নিহত ১

প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ (৩০) নামের এক যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার বিকাল সোয়া ৩টার দিকে হাজীপুর ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ ওই ওয়ার্ডের রহিম উদ্দিন হাজী বাড়ির তাজুল ইসলামের ছেলে। আহতরা হলো, মাসুদ, সোহেল ও আলোসহ ৫ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিকেল সোয়া ৩টার দিকে যুবলীগের স¤্রাট ও সুমন গ্রুপের মধ্যে রহিম উদ্দিন হাজী বাড়ির সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ পাল্টা পাল্টি গুলি ছুঁড়লে সুমন গ্রুপের সদস্য ও যুবলীগ কর্মী মাসুদ, সোহেল ও আলো গুলিবিদ্ধসহ অন্তত ৬ জন আহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেগমগঞ্জে যুবলীগের সংঘর্ষে নিহত ১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ