পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসে আক্রান্ত সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় ফিরেছেন। তবে ভাইরাসমুক্ত হয়েছেন কিনা তা জানতে ফের নমুনা পরীক্ষা করাতে হবে বলে জানিয়েছেন তিনি।
গত সোমবার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন গণফোরামের মোকাব্বির। সেখানে তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। গতকাল বাসায় ফিরে তিনি বলেন, দুপুর ২টায় বাসায় ফিরেছি। এখন জ্বর, শ্বাসকষ্ট নেই। সেজন্য ডাক্তাররা বলেছেন, এখন বাসায় থেকে চিকিৎসা নিতে পারব। তারা রিলিজ অর্ডার দিয়েছেন। এখন বাসায় আইসোলেশনে আছি। মোকাব্বির খান বলেন, শারীরিকভাবে সুস্থ বোধ করছি। তবে এখন আর টেস্ট করা হয়নি, সেজন্য পজিটিভ, নাকি নেগেটিভ সেটা জানি না। পরীক্ষা করাব। সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।