Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিকের প্লট পাবেন শিল্প উদ্যোক্তরা

প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিভিন্ন জেলায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) প্লটগুলো শিল্পে আগ্রহীদের বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, বিভিন্ন জেলায় প্লট বরাদ্দ নিয়েও যেসব উদ্যোক্তা তা ব্যবহার করছেন না, তাদের প্লট বরাদ্দ বাতিল করে শিল্পে আগ্রহীদের নামে প্লট বরাদ্দ দেয়া হবে। এ বিষয়ে ডিসিদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, কিছু কিছু জায়গায় অব্যবহৃত মিল-কারখানার ব্যাপারে আলোচনা হয়েছে। এসব মিল-কারখানা নিয়ে বিভিন্ন নতুন প্রজেক্ট দাঁড় করানোর বিষয়ে আলোচনা হচ্ছে। সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য ডিসিদের নির্দেশনা দিয়েছি।
আখাউড়া স্থলবন্দরের দুই ব্যবসায়ী সংগঠনের কমিটি গঠন
আখাউড়া উপজেলা সংবাদদাতা : আখাউড়া স্থলবন্দরে দুই ব্যবসায়ী সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। ওই দুই সংগঠন দুটির প্রধান উপদেষ্টা আব্বাস উদ্দিন ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে মো. মোবারক হোসেন ভূইয়া ও মো. ফোরকান আহাম্মদ খলিফাকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা।
অপরদিকে আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি পদে মো. আব্দুল ওয়াহাব মিয়া ও মো. শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিসিকের প্লট পাবেন শিল্প উদ্যোক্তরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ