পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে ঢাকায় শ্রদ্ধা জানানো শেষে তার লাশ গ্রামের বাড়িতে নেয়া হবে। সেখানে আজ বিকালেই তাকে দাফন করা হবে।
কামাল লোহানীর ছেলে সাগর লোহানী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার দুপুর ২টার দিকে আমার বাবার লাশ শেষ শ্রদ্ধা জানানোর জন্য উদীচী কার্যালয়ে নেয়া হবে। শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নেয়া হবে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সনাতলা গ্রামে। সেখানেই স্বাস্থ্যবিধি মেনে আজ বিকালে দাফন করা হবে তাকে।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামাল লোহানী। তার বয়স হয়েছিল ৮৬ বছর। নানা রোগের সঙ্গে তিনি করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।